Advertisement
Advertisement
Koel Mallick on Dev

‘জিনসের তলায় তিনটে প্যান্ট পরে কাঁপছে দেব! আমি স্কার্ট পরেও হাসছি’, ফাঁস করলেন কোয়েল

'দেবকে শাসাতাম, খবরদার আমার সামনে কাঁপবে না', নস্ট্যালজিয়ায় ভাসলেন দেবের 'মধু'।

Koel Mallick shares funny incident of Dev ahead Sonal kella Joker Dhan release
Published by: Sandipta Bhanja
  • Posted:May 29, 2025 8:46 pm
  • Updated:May 29, 2025 8:46 pm  

বিদিশা চট্টোপাধ্যায়: দেব-কোয়েল জুটি একসময়ে ‘পাগলু’, ‘পাগলু ২’, ‘মন মানে না’, ‘হিরোগিরি’, ‘রংবাজ’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে। উত্তম-সুচিত্রা, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির উত্তরকালে দেব-কোয়েলকে সেইস্থানেই বসিয়েছিলেন দর্শক-অনুরাগীরা। অনস্ক্রিন সেই জুটির বন্ধুত্ব যে অফস্ক্রিনে আজও অটুট, সরস্বতী পুজোর দিনই সেই ঝলক দেখা গিয়েছিল। এবার ‘সোনার কেল্লায় যকের ধন’ মুক্তির প্রাক্কালে সংবাদ প্রতিদিন ডট ইন-এর সাক্ষাৎকারে কোয়েল মল্লিক ফিরে গেলেন সেই ‘মন মানে না’র দিনগুলিতে।

সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমার জন্য রাজস্থানের ঠান্ডায় সোয়েটার পরতে পেরেছেন কোয়েল মল্লিক। একসময়ে যে অভিনেত্রীকে হাড়কাঁপানো ঠান্ডায় সুইজারল‌্যান্ডে স্বল্পাবাসে শুট করতে হয়েছে। সাক্ষাৎকারে সেপ্রসঙ্গে কথা বলতে গিয়েই অভিনেত্রী রসিকতা করে বলেন, “সুইজারল‌্যান্ডে শিফন শাড়ি, রাজস্থানে সোয়েটার।” কথাপ্রসঙ্গে কোয়েল ফিরে গিয়েছিলেন পুরনো দিনগুলিতে। অভিনেত্রী জানান, “এটা অন‌্যরকম একটা অভিজ্ঞতা। এই ছবিতে যেমন রাজস্থানের ঠান্ডায় সোয়েটার পরতে পেরেছি- সেটাই যেন একটা বিলাসিতা। আর দশ বছর আগে, ঠান্ডায় সুইৎজারল‌্যান্ডে হাড়-কাঁপানো শীতে ছোটো জামা, স্কার্ট পরে হাসছি, গাইছি, নাচ করছি। আর যেই শট কাট হচ্ছে কম্বলের তলায় ঢুকে যাচ্ছি। গরম জল, কফি খাচ্ছি। এটাও অভিজ্ঞতা। এতবার সুইৎজারল‌্যান্ডে গান শুট করেছি, আমরা প্রায় বলতাম এবার অন্তত ঠান্ডায় শুট করিও না। দেব হয়তো জিনসের তলায় তিনটে প‌্যান্ট পরে কাঁপছে আর এদিকে আমি স্কার্ট পরেও হাসছি। সবসময়ে বলতাম, ‘খবরদার আমার সামনে কাঁপবে না… (হাসি)। মাঙ্কি ক‌্যাপ পরে, বহুত ঠান্ডা হ‌্যায় বলবে না।’ এটা অন‌্যরকম থ্রিল। এখন স্মৃতি হাতড়ালে মনে হয় এটা কোন যুগের কোয়েল!”

প্রসঙ্গত, দ্বিতীয়বার মা হওয়ার পর ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমা দিয়েই প্রত্যাবর্তন করছেন কোয়েল মল্লিক। রাত পোহালেই ৩০ মে, মুক্তি পাচ্ছে এই ছবি। যেখানে কোয়েলের সঙ্গে মূল চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী। তার প্রাক্কালেই স্মৃতি হাতড়ে মজার কথা শেয়ার করলেন দেবের হিট নায়িকা ‘মধু’, থুড়ি কোয়েল মল্লিক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement