Advertisement
Advertisement
Deepika Padukone-Konkona Sen Sharma

‘আমাদেরও বিরতির প্রয়োজন হয়’, দীপিকার ৮ ঘণ্টা শুটিংয়ের দাবিকে কার্যত সমর্থন কঙ্কনার

কী বললেন কঙ্কনা সেন শর্মা?

Konkona Sen Sharma Backs Deepika Padukone's 8-Hour-Shift Demand
Published by: Arani Bhattacharya
  • Posted:October 12, 2025 4:28 pm
  • Updated:October 12, 2025 4:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট ঘণ্টা কাজের দাবি জানিয়ে ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা। পরবর্তীকালে বাদ পড়েন ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকেও। বারবার চর্চায় উঠে এসেছে দীপিকার আট ঘণ্টার কাজের শর্ত। ভারতীয় বিনোদুনিয়ার বহু অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক তাঁর পক্ষে কথা বলেছেন। আবার অনেকেই তাঁকে অপেশাদারের তকমা দিয়েছেন। ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে জোরাল সমালোচনা। এবার দীপিকার পাশে দাঁড়িয়ে এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা।

Advertisement

সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে কঙ্কনা বলেন, “ইন্ডাস্ট্রিতে সকলের জন্যও একই নিয়ম তৈরি হওয়া উচিত। নির্মাতাদের যেমন তাঁদের বিনিয়োগ করা টাকা ছবির ব্যবসার মাধ্যমে ফেরত পাওয়া একটা বড় বিষয় ঠিক সেভাবেই আমাদের অর্থাৎ অভিনেতা-অভিনেত্রীদের কথাটাও ভাবা উচিত। আমাদের জীবনেও অনেক ওঠাপড়া আসে।”

কঙ্কনা আরও বলেন, “আমাদের যখন বারো ঘণ্টার শিফটে শুটিং চলে তখন তা মাঝেমাঝেই চোদ্দ থেকে পনেরো ঘণ্টার হয়ে যায়। আমাদেরও মাঝে মাঝে বিরতির প্রয়োজন হয়। আমার মনে হয় শুটিংয়ের একটা নির্দিষ্ট সময় ও অন্তত সপ্তাহে একটা ছুটির দিন থাকা উচিত। এটা অনেক বেশি সুবিধাজনক হবে।” উল্লেখ্য সম্প্রতি নীরবতা ভেঙে বলিউডের ‘দ্বিচারিতা’ নিয়ে মুখ খুলেছেন দীপিকা। আট ঘণ্টার শিফটে কাজ করা নিয়ে যে আলোচনা তা নিয়ে দীপিকা বলেছেন, “আমি আট ঘণ্টাই শুটিং করব। তাতে যে যা পারে বলুক। আসলে এটা বলিউডের দ্বিচারিতা। এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা কখনই আট ঘণ্টার বেশি কাজ করেন না। এমনকি তাঁরা সপ্তাহান্তেও শুটিং ফ্লোরে যান না। কিন্তু তা নিয়ে কেউ কখনও মুখ খোলেন না। সেগুলো নিয়ে কখনও আলোচনা হয় না আর এত কটাক্ষও কেউ করেন না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ