সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই পুজোয় উইন্ডোজের ছবি ‘রক্তবীজ ২’ নিয়ে ইতিমধ্যেই দর্শকমনে এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। রথের দিন থেকে একে একে প্রকাশ্যে এসেছে ছবির মুখ্য দুই চরিত্র পঙ্কজ সিংহ চরিত্রে আবির চট্টোপাধ্যায় ও সংযুক্তা মিত্র চরিত্রে মিমি চক্রবর্তীর লুক। এবার প্রকাশ্যে এল এই ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের লুক। এল বৃহস্পতিবার সকালেই উইন্ডোজের অফিশিয়াল সোশাল মিডিয়া পেজে এল সেই মোশন পোস্টার।
‘রক্তবীজ ২’ ছবির এই মোশন পোস্টারে কৌশানীর এই লুক প্রকাশ্যে আসার পর তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। এই ছবিতে কৌশানীর চরিত্রের নাম আয়েশা। চরিত্র নিয়ে খুব বেশি খোলসা না করলেও কৌশানীকে যে আরও একবার ছকভাঙা চরিত্রে দেখা যাবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। এই লুকে এক্কেবারে আদ্যোপান্ত শহুরে সাজপোশাকে দেখা যাচ্ছে কৌশানীকে। সাদা ও গোলাপি ফ্লোরাল প্রিন্টের ড্রেস, খোলা চুল, মিনিমাল মেকআপ, মাথায় হ্যাট এভাবেই সেজেছেন কৌশানী। শুধু তাই নয় এই ছবির দু’টি গানের শুটিং হয়েছে থাইল্যান্ডে। এর মধ্যে একটি গানে অঙ্কুশ হাজরার পাশাপাশি কৌশানী মুখোপাধ্যায় রয়েছেন বিশেষ সিক্যুয়েন্সে। এই প্রথম উইন্ডোজের কোনও ছবির শুটিং হয়েছে বিদেশে।
উল্লেখ্য, গত পুজোয় উইন্ডোজের ব্লকবাস্টার হিট ‘বহুরূপী’ ছবিতে এক্কেবারে ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে রীতিমতো সকলকে তাক লাগিয়েছিলেন কৌশানী। সংলাপ বলার ধরন, অভিব্যক্তি সব ইছুই আমূল বদলে ফেলে নিজেকে ভেঙেছিলেন কৌশানী। এবার তাঁকে কিভাবে পাওয়া যায় নতুন চরিত্রে সেটাই দেখার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন দর্শক। দেখে বোঝা যাচ্ছে ‘বহুরূপী’র ঝিমলির থেকে অনেকটাই হয়তো আলাদা হবে আয়েশা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.