ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৌশিক গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় ছবি ‘অর্ধাঙ্গিনী’। দর্শকের দরবারে এই ছবির ফলাফল খুবই ভালো। বছর দুই আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবি দর্শককে বিনোদনের পাশাপাশি সম্পর্কের অনেক পাঠ দিয়েছিল । সারা ছবিতেই ফুটে উঠেছিল বিয়ে ও সম্পর্কের টানাপোড়েন । এই ছবির পরের পার্টের জন্য দর্শক অপেক্ষায় ছিল। এবার বোধহয় সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চলতি সপ্তাহের শুরুতে অর্থাৎ রবিবারেই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর তারপর থেকেই শুরু হয় ‘অর্ধাঙ্গিনী ২’ নিয়ে জল্পনা। এই ছবির শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে বলেই খবর। জানা যাচ্ছে জুন মাস থেকেই নাকি শুরু হবে ‘অর্ধাঙ্গিনী ২’ এর শুটিং।
তবে শুটিং শুরুর আগে ছবির ‘মেঘনা’ অর্থাৎ জয়া আহসানকে একটি আমন্ত্রণপত্র পাঠালেন পরিচালক। আর সেই আমন্ত্রণপত্র সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেই চিঠিতে লেখা রয়েছে, “আজও অর্ধাঙ্গিনী! যেখানে শেষ হয়েছিলো শুভ্রা মেঘনার গল্প সেখান থেকেই শুরু হবে আবার! আজ বদলে যাওয়া সময়ের ভুলভুলাইয়ায় আটকে গিয়েছে দুই নারী! সুমন চ্যাটার্জির প্রাক্তন ও বর্তমান স্ত্রীর দ্বৈরথ আবার বড় পর্দায়! দুবছর পরও সব একই থাকবে সেটা আশা করাটা কি ঠিক হবে?” তাহলে এই ছবির নাম কী হতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’? জয়ার পোস্ট করা পরিচালকের সেই আমন্ত্রণপত্র দেখে এমনটাই মনে করা হচ্ছে। শুধু তাই নয় বোঝা যাচ্ছে এই ছবিতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। তবে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে। সঙ্গে থাকবে সুমন চ্যাটার্জির বর্তমান ও প্রাক্তন দুই স্ত্রীর জীবনের গল্প।
View this post on Instagram
এই মুহূর্তে শহরে এসেছেন অভিনেত্রী জয়া আহসান। অর্ধাঙ্গিনীর শুটিং ছাড়াও অন্য আরও কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। ‘তাণ্ডব’ ছবির ডাবিং এবং ‘ডিয়ার মা’য়ের পোস্ট প্রোডাকশনের কিছু কাজের জন্য জয়া আহসান বর্তমানে কলকাতায় রয়েছেন। এর পাশাপাশি খুব শিগগিরিই ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু করতে চলেছেন অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.