Advertisement
Advertisement

ডাব্বুর ক্যালেন্ডারে নগ্ন হয়ে শোরগোল ফেললেন এই নায়িকা

আরও কে কে সাহসী হলে প্রখ্যাত ফটোগ্রাফারের লেন্সে? দেখুন ছবি-

Kriti Sanon bares it all for Dabboo Ratnani calendar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 21, 2018 9:13 am
  • Updated:September 17, 2019 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবছর অপেক্ষা থাকে তাঁর ক্যালেন্ডারের। কারণ তাতে একেবারে অন্য লুকে ধরা দেন বলিউডের তারকারা। বিগ বি অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, টাইগার শ্রফ- সকলেই ধরা দেন ডাব্বু রতনানির লেন্সের সামনে। তবে এবারে লাইম লাইট কেড়ে নিয়েছেন একজনই। কৃতি স্যানন। ডাব্বুর ক্যামেরার সামনে প্রায় পোশাকবিহীন হয়েই দাঁড়িয়েছেন তিনি।

Advertisement

উর্ধাঙ্গে পোশাক নেই বটে কিন্তু তা ঢাকতে টুপি ব্যবহার করেছেন কৃতি। নায়িকার এ সাহসী অথচ সুন্দর দৃশ্য নেটিজেনদের প্রশংসা সবচেয়ে বেশি পেয়েছে। অনেকেই এর তারিফ করেছেন। ছবি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।

[নিউ ইয়র্কের রাস্তায় কাকে চুম্বন করছেন প্রিয়াঙ্কা চোপড়া?]

বলিউডে ডাব্বুর লেন্সের কদর বরাবর রয়েছে। তারকারাও মুক্ত মনে এস ফটোগ্রাফারের ক্যামেরার সামনে পোজ দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তার কিছু নমুনা ইতিমধ্যেই ফটোগ্রাফারের ইনস্টাগ্রাম প্রোফাইলে মিলেছে। শাহরুখ, বিদ্যা, বরুণ, টাইগাররা যেখানে সাহসী হয়েছেন, সেখানে আবার ক্লাস বজায় রেখেছেন অমিতাভ বচ্চন, ফারহান আখতাররা।

A post shared by (@dabbooratnani) on

[এবার অমিতাভ, মাধুরীদের সঙ্গে একসারিতে জায়গা সানিরও]

A post shared by (@dabbooratnani) on

A post shared by (@amitabhbachchan) on

[‘পদ্মাবত’ মামলার জের, আইনজীবী হরিশ সালভেকে হুমকি কর্ণি সেনার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement