ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দর্শকমহলে ‘ডন ৩’ ছবির জন্য উন্মাদনা বহুদিন ধরেই রয়েছে। ছবির অপেক্ষায় সিনেপ্রেমীরা। এই ছবিতে প্রধান চরিত্রে দর্শক দেখতে পাবেন রণবীর সিংকে। এর পাশাপাশি দর্শক মনে আরেকটা প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। তা হল রণবীরের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে। প্রথমে রণবীরের বিপরীতে কাজ করার কথা ছিল কিয়ারা আডবাণীর। কিন্তু অন্তঃসত্ত্বা কিয়ারা এই চরিত্র থেকে সরে দাঁড়ালে পরে ফের শুরু হয় জল্পনা। শোনা যায় এই চরিত্রে নাকি দেখা যাবে কৃতী স্যাননকে (Kriti Sanon)। ফারহানের অফিসের বাইরেও তাঁকে একবার দেখা গিয়েছিল। সেখান থেকে আরও জোরালো হয় গুঞ্জন। এবার সেই রহস্য খানিক উসকে দিলেন কৃতী নিজেই।
এবার পাপারাজ্জিদের প্রশ্নের উত্তরে কৃতীর হাসিই যেন রহস্য আরও বাড়িয়ে দিল। সম্প্রতি মুম্বইয়ে বোন নূপুর স্যাননের সঙ্গে দেখা যায় কৃতীকে। আর সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন নায়িকা। কৃতীকে তাঁরা ‘লেডি ডন’ সম্বোধন করায় লাজুক হাসি দিয়ে চলে যান তিনি। ভরপুর উচ্ছ্বাস ছিল কৃতীর চোখেমুখে। আর সেখান থেকেই ধারণা করা হচ্ছে যে এই হাসির মাধ্যমেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিলেন কৃতী।
View this post on Instagram
অন্যদিকে ‘ডন ৩’ (Don 3) ছবিতে নতুন অভিনেতাকে দেখা যাবে সেই জল্পনাও শোনা গিয়েছিল। তারপর তাতে সিলমোহর দিয়েছিলেন পরিচালক ফারহান আখতার। তিনি জানিয়েছিলেন, শাহরুখ খানকে আর ‘ডন’-এর চরিত্রে দেখা যাবে না। তাঁর বদলে ‘ডন ৩’ সিনেমায় রণবীর সিংয়ের হাত ধরে নয়া যুগের সূচনা হতে চলেছে। ফারহানের এহেন ঘোষণায় বেজায় ক্ষিপ্ত হন কিং খানের অনুরাগীরা। তুমুল কটাক্ষের মুখে পড়তে হয় রণবীরকে। সেই জল্পনার অবসান ঘটলেও ফের কৃতীকেই রণবীরের বিপরীতে দেখা যাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। যদিও সেসব প্রশ্নের উত্তর তো সময়ই দেবে। আপাতত কৃতী ব্যস্ত ‘তেরে ইশক্ মে’ ছবির শুটিংয়ে। আনন্দ এল রাইয়ের পরিচালনায় এই ছবিতে ধানুশের বিপরীতে দেখা যাবে নায়িকাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.