Advertisement
Advertisement
Kumar Sanu

‘গর্ভাবস্থায় খেতে পাইনি, আমাকে ছেড়ে বোনের সঙ্গে ঘুমোত…’, বিস্ফোরক অভিযোগ কুমার শানুর প্রাক্তন স্ত্রী’র

কয়েক দশক বাদে শানুর সঙ্গে 'দাম্পত্য' নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য।

Kumar Sanu's ex-wife Rita alleges singer 'tortured' her during pregnancy
Published by: Sandipta Bhanja
  • Posted:September 22, 2025 9:20 pm
  • Updated:September 22, 2025 9:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুমার শানুর ব্যক্তিগতজীবন বরাবরই চর্চায়! যার জেরে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন গায়ক। সম্প্রতি প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী কুনিকা সদানন্দ বিস্ফোরক মন্তব্য করেন শানুর সঙ্গে তাঁর ‘বিবাহ বহির্ভূত’ সম্পর্ক নিয়ে। এবার বিস্ফোরক অভিযোগ গায়কের প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যর। তাঁর দাবি, গর্ভাবস্থায় অত্যাচারের শিকার হতে হয়েছে তাঁকে।

Advertisement

ঠিক কী অভিযোগ রীতার? সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত সম্পর্ক নিয়ে মুখ খোলেন রীতা। সেখানেই কুমার শানুর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। রীতার মন্তব্য, “কুমার শানু ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগত। তাই আমাকে ঘর থেকে বের হতে দিত না। আমার গর্ভাবস্থায় আমাকে আদালতে পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। ওই সময়ে ও এক বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়েছিল। যেটা এখন সকলেই জানেন। আমার বয়স তখন অনেকটাই কম। আমি তো ভেবেছিলাম, আমার জীবনটাই বুঝি শেষ হয়ে গেল। আমার পরিবারও অবাক হয়ে গিয়েছিল এসব দেখেশুনে। গতবছর এক বড় পার্টিতে শানু বলে যে, আমিই নাকি ওর সাফল্যের নেপথ্যে। কিন্তু আমি তো কারণটাই জানি না! এই কুমার শানুই আমাকে আদালতে নিয়ে নিয়ে আমার খোরাক বানিয়েছিল। হেসেছিল।” এখানেই শেষ নয়!

গায়কের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ তোলেন প্রাক্তন স্ত্রী। রীতা ভট্টাচার্যের দাবি, “জান যখন গর্ভে ছিল তখন আমাকে খাবার খেতে দেওয়া হত না। শানু ঘর থেকে বেরনোর সময়ে হেঁশেলে তালা ঝুলিয়ে যেত। একমুঠো চাল কিনে তখন আমি আমার বউদির বাড়িতে গিয়ে খিচুড়ি রেঁধে খেতাম। এমনকী আমার বাচ্চাদের জন্য দুধ পর্যন্ত আনতে দিত না। আমাকে দিনের খরচ চালানোর জন্য হাতে মাত্র ১০০ টাকা গুঁজে দিত। ডাক্তারকেও বলেছিল, আমাদের খরচ দিতে পারবে না ও। তাই ওদের ‘মানুষ’ বলা ভুল হবে। বাচ্চার খাবার অর্ডার করলে, দোকানদার আমাকে সাফ জানিয়ে দিত- দিতে পারব না, সাহেব মানা রয়েছে।” ওই সাক্ষাৎকারেই শানুর প্রাক্তন স্ত্রীর সংযোজন, “ওর বোন নিজের স্বামী-সন্তান ছেড়ে আমাদের সঙ্গে এসে থাকত। শানু যে ঘরে ঘুমোত, বোনও সেই ঘরেই ঘুমোত। আর আমি সন্তানদের নিয়ে আবাদা ঘরে থাকতাম। ওরা দুজনেই আমাকে অত্যাচার করেছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ