সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির দুনিয়ায় তাঁর অবাধ বিচরণ। চোখা চোখা কথায় বিরোধীদের ঘায়েল করা যেন বাঁ হাতের খেল। তবে এবার একেবারে নয়া অভিজ্ঞতার সাক্ষী কুণাল ঘোষ। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে হাতেখড়ি হতে চলেছে তাঁর। রবিবাসরীয় দুপুরে অরিন্দম শীলের নতুন ছবির ‘লুক সেট অধিবেশনে’ যোগ দিলেন কুণাল। নিজেই সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সেকথা জানান।
কুণাল লেখেন, “‘কর্পূর’। কাজ শুরু। রবিবার লুক সেট অধিবেশন। পরিচালক অরিন্দম শীলের নেতৃত্বে। ছিলেন ব্রাত্য বসুসহ অভিনেতা অভিনেত্রীরা। আমার নতুন অভিজ্ঞতা। সিনেমার চরিত্রের পুরো মেক আপ, পোশাকসহ বিভিন্ন ছবি তুলে রাখলেন তিনি। ছবিতে ব্রাত্য, আমার, দুজনেরই দুটো করে লুক। দুই সময়ের। মেক আপ শিল্পীরা গুছিয়ে সেসব করে দিলেন। তবে তার কোনো ছবি পোস্ট হচ্ছে না এখন। আজ কাজের ফাঁকে কথোপকথনের ছবি থাকল।”
প্রসঙ্গত, দীর্ঘ বিতর্ক পেরিয়ে অনেকদিন পর সিনেমা পরিচালনায় ফিরছেন অরিন্দম শীল। নয়ের দশকে শোরগোল ফেলে দেওয়া মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনার ছায়ায় শুরু হচ্ছে ‘কর্পূর’। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা ১৯৯৭ সালে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। রাজ্যে তখন বাম আমল। এবং এই ঘটনা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছিল। মূলত ১৯৯৭ এবং ২০১৯ সাল ধরা হবে চিত্রনাট্যে। ছবির বিশেষত্ব হল, তিনজন রাজনীতিবিদকে গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া যাবে। তাঁরা হলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।
ইদানীংকালে অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসেছেন অনেকেই। কিন্তু রাজনীতির প্রাঙ্গণ থেকে এসে শুটিং ফ্লোরে সফল ব্যক্তির সংখ্যা হাতে গোনা। সেক্ষেত্রে কুণালের নতুন ইনিংস যথেষ্ট চ্যালেঞ্জিং। এছাড়া ছবিতে রয়েছেন আরও অনেকে। সাংবাদিকের চরিত্রে দেখা যাবে ছোটপর্দা ও মঞ্চের পরিচিত মুখ অর্পণ ঘোষালকে। আর ইন্টার্ন-এর রোলে লহমা ভট্টাচার্য। ছবিতে থাকবেন রুমকি চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য ও সঞ্জীব সরকার প্রমুখ। এই ছবির নাম ব্রাত্যরই দেওয়া। এক বিশেষ রাজনীতিকের চরিত্রে থাকবেন সাহেব চট্টোপাধ্যায়। প্রায় ৩৩টি চরিত্র রয়েছে। অন্তত ৫০টি লোকেশনে হবে শুটিং। ছবির প্রযোজনায় ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ এবং ‘কাহক স্টুডিওজ’। মিউজিক রথীজিৎ ভট্টাচা। ক্যামেরার দায়িত্বে অনির্বাণ চট্টোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন শুভাশিস গুহ। সম্পাদনায় সংলাপ ভৌমিক। আর্টের দায়িত্বে কৌশিক দাস। আর কার্যনির্বাহী প্রযোজক দীপক বাজাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.