Advertisement
Advertisement
Kunal Ghosh

‘কর্পূর’ ছবিতে কুণাল ঘোষের নয়া লুক প্রকাশ্যে, বামনেতার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন?

'কর্পূর' ছবির লোগো লঞ্চেই প্রকাশ্যে কুণাল ঘোষের 'অনিল বিশ্বাস' লুক।

Kunal Ghosh debut in arindam sil new film korpur
Published by: Arani Bhattacharya
  • Posted:July 1, 2025 8:55 pm
  • Updated:July 1, 2025 9:30 pm  

শম্পালী মৌলিক: ফিল্মি দুনিয়ায় পা রেখেই হইচই ফেলে দিয়েছিলেন কুণাল ঘোষ। অরিন্দম শীলের রাজনৈতিক থ্রিলারে তৃণমূল মুখপাত্রকে দেখা যাবে বামনেতার চরিত্রে। এখবর চাউর হওয়ার পর থেকেই কৌতূহলী দর্শক। বিশিষ্ট বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে ঠিক কেমন লাগবে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদককে? হাজারো কৌতূহলের অবসান ঘটল মঙ্গলবার। ‘কর্পূর’ ছবির লোগো লঞ্চের অনুষ্ঠানেই প্রকাশ্যে কুণালের ‘অনিল বিশ্বাস’ লুক। তাঁর পাশাপাশি সামনে এল অন্য চরিত্রদের লুকও।

নতুন এই জার্নি নিয়ে বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন, “এক একটা চরিত্রের এক এক রকম বৈশিষ্ট্য। আমি এই বিষয়ে একদম নতুন। আমি নবাগত। ফলত আমাকে আমার পরিচালক গড়ে পিঠে নিচ্ছেন। আর আমার বন্ধু ব্রাত্য, সেও খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন আমাকে। আমি সেইমতো নিজেও অনুশীলন করছি। ভালোভাবে বারবার স্ক্রিপ্টটা পড়ছি। পিডিএফ আকারেও ছবির স্ক্রিপ্টটা রেখেছি। কখনও গাড়িতে যেতে যেতে স্ক্রিপ্টটা পড়ে নিচ্ছি। এভাবেই চেষ্টা করছি।” ফিল্মি দুনিয়ায় পা রাখলেও তাঁর সঙ্গে যে কারও প্রতিযোগিতা নেই, সেকথাও জানান তিনি।

এছাড়াও তিনি আরও বলেন, “এই যে এতজন অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসেছেন, আমি এটাই দেখাতে চাই যে এদিক থেকেও ওদিকে যাওয়া যায়, পারফর্ম করা যায়। তবে এখানে আমার কারও সঙ্গে প্রতিযোগিতা নেই। আমি নবাগত। আমার পরিচালক যেন বলেন তিনি আমার কাজে সন্তুষ্ট। আমি নিজেও সন্তুষ্ট হতে চাই যে আমি ফাঁকিবাজি করিনি। আমি কখনও ফাঁকিবাজি করে কোনও কাজ করি না। আমার সাংবাদিকতা, রাজনীতি এগুলি নিয়ে জ্ঞান থাকলেও অভিনয় একেবারেই আমার কাছে নতুন। যাতে আমি অভ্যস্ত নই। তাতে আমাকে আমার বন্ধু ব্রাত্য ও পরিচালক অরিন্দম শীল সাহায্য করছেন। দর্শকের থেকেও ভালো প্রতিক্রিয়া পাচ্ছি।”

নয়ের দশকের শেষভাগের মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনার ছায়ায় নির্মিত হচ্ছে এই ছবি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক ১৯৯৭ সালে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁর বাড়ি না ফেরার হদিশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। যার নানারকম থিয়োরি-রাজনৈতিক যোগ আছে।

রাজ্যে তখন বাম আমল। এবং এই ঘটনা রাজ‌্য রাজনীতিতে আলোড়ন তুলেছিল। মূলত ১৯৯৭ এবং ২০১৯ সাল ধরা হবে চিত্রনাট্যে। নয়ের দশকের একটি ঘটনার অনুপ্রেরণায় সাহিত্যিক দীপান্বিতা রায় ‘অন্তর্ধানের নেপথ্যে’র আধারে অরিন্দমের নতুন ছবি ‘কর্পূর’। কুণাল ঘোষ ছাড়াও এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু, অনন্যা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement