Advertisement
Advertisement
Kunal Ghosh-Korpur

EXCLUSIVE: ‘লাল পার্টি’র মিছিলে কেন কুণাল? ছবির শুটিং চলাকালীন এক অনুরাগীর প্রশ্নে বিস্মিত ‘অভিনেতা’

ঠিক কী ঘটল 'কর্পূর' ছবির আউটডোর শুটিংয়ে?

Kunal Ghosh's new film korpur outdoor shooting
Published by: Arani Bhattacharya
  • Posted:July 20, 2025 7:27 pm
  • Updated:July 20, 2025 7:28 pm   

বিশেষ সংবাদদাতা: তাঁর নেতা থেকে অভিনেতা হওয়ার খবর সম্প্রতি নানা মহলে হইচই ফেলে দিয়েছিল। তিনি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিশিষ্ট বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে দেখা যাবে তাঁকে – এখবর চাউর হতেই কৌতূহল বেড়েছে বাংলা ছবির দর্শকদের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে বামনেতার চরিত্রে কুণাল ঘোষের লুক। সেই লুকে সকলকে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। এই ছবির হাত ধরেই বিনোদুনিয়ায় হাতেখড়ি হল তাঁর। নেতা থেকে এবার অভিনেতার ভূমিকায় তৃণমূল মুখপাত্র। কলকাতার নানা প্রান্তে চলছিল এই ছবির শুটিং। তার মাঝেই হঠাৎ কুণালকে তাঁর চরিত্রের বেশে দেখে অবাক অনুরাগী থেকে সমর্থক। ঠিক কী ঘটল ‘কর্পূর’ ছবির আউটডোর শুটিংয়ে? 

Advertisement

কুণাল ঘোষের দ্বিতীয় দিনের শুটিং হচ্ছিল খিদিরপুরের বাকুলিয়া হাউজের পাশে। শনিবার ছিল ছবির আউটডোর শুটিং। দৃশ্য ছিল একটি মিছিলের, ‘লাল পার্টি’র পদযাত্রা। রাজনৈতিক দলটির নাম ‘নবজাগরণ পার্টি’। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন সাহেব চট্টোপাধ্যায় এবং হুডখোলা গাড়ির উপর দাঁড়িয়ে হাত নাড়ছিলেন কুণাল ঘোষ। চারদিকে তাঁর কাটআউট। লাল পতাকায় মোড়া রাস্তা। জোরকদমে চলছিল ছবির এই অংশের শুটিং। যা দেখতে ভিড় জমান স্থানীয় মানুষ। আর সেখানেই শুটিংয়ে ছন্দপতন।

ছবিতে কুণাল ঘোষের লুক

হঠাৎই শুটিং চলাকালীন বর্ষীয়ান এক তৃণমূল সমর্থক চেঁচিয়ে ওঠেন কুণাল ঘোষের উদ্দেশ্যে। বলেন, “কুণালদা জয় বাংলা। শুভেন্দুকে হারাতে হবে।” এবং পরমুহূর্তেই বিস্ময়ের সঙ্গে তিনি জিজ্ঞাসা করেন, “আপনি লাল পার্টির মিছিলে কী করছেন?” শুটিংয়ে থাকা প্রোডাকশনের লোকজন তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে, এটা বাস্তব কিছু নয়, সিনেমার শুটিং হচ্ছে। অথচ তা মানতে নারাজ ওই বর্ষীয়ান ব্যক্তি। তিনি ফের বলেন, “কীসের শুটিং? কুণালদা আমাদের নেতা। সে লাল পার্টির গাড়িতে উঠবে কেন?” সঙ্গে সঙ্গে পাশে লাগানো তৃণমূলের একটি পতাকা নিয়ে এসে হাজির হন প্রৌঢ়। কুণালের হাতে দিয়ে বলেন, “লাল নয়, এটাই আমাদের পতাকা। এটা আপনি লাগান।” এরপর কোনওরকমে প্রৌঢ়কে শান্ত করা হয় এবং ফের শুরু হয় শুটিং। এমন এক অভিজ্ঞতায় স্বাভাবিকভাবেই আবেগআপ্লুত হয়ে পড়েন কুণাল ঘোষ।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নেতা থেকে অভিনেতা হওয়ার খবর রটতেই হইচই পড়ে গিয়েছিল। যা শোনা যাচ্ছে, ছবিতে কুণালের অংশের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। চলতি বছরের শীতেই মুক্তি পেতে পারে ‘কর্পূর’। উল্লেখ্য, নয়ের দশকের শেষভাগে মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনার ছায়ায় নির্মিত হচ্ছে এই ছবি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক ১৯৯৭ সালে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তাঁর বাড়ি না ফেরার হদিশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। যার নানারকম থিওরি-রাজনৈতিক যোগের কথা আজও চাউর। সেই সিনেমাতেই তৎকালীন বামনেতা অনিল বিশ্বাসের ভূমিকায় ধরা দেবেন কুণাল ঘোষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ