Advertisement
Advertisement
Ujaan Ganguly on Kurukshetra

নেটফ্লিক্সের শীর্ষস্থানে উজানের ‘কুরুক্ষেত্র’, টেক্কা শাহরুখপুত্রের সিরিজকেও! কী বলছেন ‘লক্ষ্মীছেলে’?

পরিচালনায় হাতেখড়ি করেই বাজিমাত চূর্ণী-কৌশিকপুত্রর। 'লক্ষ্মীছেলে'কে শুভেচ্ছা শিবপ্রসাদেরও।

Kurukshetra became number one at netflix, Ujaan Ganguly reacts
Published by: Sandipta Bhanja
  • Posted:October 13, 2025 6:08 pm
  • Updated:October 13, 2025 6:08 pm   

শম্পালী মৌলিক: ‘রসগোল্লা’, ‘লক্ষ্মীছেলে’র সুবাদে অভিনেতা হিসেবে দক্ষতার স্বাক্ষর আগেই রেখেছেন। এবার পরিচালনায় হাতেখড়ি করেই বাজিমাত উজান গঙ্গোপাধ্যায়ের। নেটফ্লিক্সের নতুন অ্যানিমেশন সিরিজ ‘কুরুক্ষেত্র’র সুবাদে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন চূর্ণী-কৌশিকপুত্র। আর রিলিজের মাত্র ৩ দিনেই জাতীয়স্তরে সাড়া ফেলে দিয়ে নেটফ্লিক্সের সেরা দশের শীর্ষস্থানে নাম লিখিয়ে ফেলেছে উজান পরিচালিত সিরিজ। এমনকী শাহরুখপুত্র আরিয়ান খানের তারকাখচিত সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর জনপ্রিয়তাকেও এইমুহূর্তে ছাপিয়ে গিয়েছে উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কুরুক্ষেত্র’। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে উঁকি দিলেই সমীক্ষায় ধরা পড়বে প্রথমস্থানে উজানের সিরিজ। আর দ্বিতীয়স্থানে আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’। খবর প্রকাশ্যে আসার পর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন চূর্ণী-কৌশিকের ‘লক্ষ্মীছেলে’।

Advertisement

অক্টোবর মাসের ১০ তারিখ নেটফ্লিক্সের পর্দায় মুক্তি পেয়েছে ‘কুরুক্ষেত্র’। যে সিরিজের গল্প সাজানোর পাশাপাশি পরিচালনার দায়িত্বে উজান গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, মহাভারতের মতো মহাকাব্যকে পর্দায় তুলে ধরা যে কোনও পরিচালকের কাছে চ্যালেঞ্জিং। উপরন্তু নেটফ্লিক্সের এই সিরিজ তৈরি হয়েছে পুরোপুরি থ্রি ডি অ্যানিমেশনে। ২০২২ সাল থেকে সিরিজের রিসার্চের কাজ শুরু করেছিলেন উজান এবং তাঁর টিম। এবার সাফল্যকে চুম্বন করেও টিমের সঙ্গেই সেই কৃতিত্ব ভাগ করে নিলেন ‘লক্ষ্মীছেলে’। নেটফ্লিক্সের পর্দায় কুরুক্ষেত্র প্রথম স্থানে নাম তুলতেই সংবাদ প্রতিদিন-এর তরফে যোগাযোগ করা হয়েছিল উজান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।

সেপ্রসঙ্গে অভিনেতা-পরিচালকের মন্তব্য, “খুবই গর্বের বিষয়। পুরো টিমের জন্য গর্ববোধ হচ্ছে। আমাদের কলকাতার এতজন স্টোরিবোর্ড আর্টিস্ট, অ্যানিমেটর, প্রোডাকশন তাদের সবার জন্য এটা গর্বের মুহূর্ত যে, এই বাংলা থেকেই কাজটা তৈরি হয়েছে। বম্বের মিউজিক ডিরেক্টর, পুণের অ্যাসোসিয়েট ডিরেক্টর যোগেশ কাওয়ালে আর কলকাতার হাইটেক অ্যানিমেশন, তার মধ্যে আশীষ থাপার, সুব্রত রায় এই দুজনের নাম অবশ্যই নিতে চাই। এদের সকলের সহযোগিতায় প্রায় আড়াই বছর ধরে কলকাতা-বম্বেতে কাজটা হয়েছে। সেটা যে নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্মে শীর্ষস্থানে রয়েছে। সেটা খুব আনন্দের বিষয়। আমি খুব খুশি।” প্রথম পরিচালনাতেই এহেন সাফল্যের স্বাদ পেয়ে ‘ফুটবলপ্রেমী’ উজানের সংযোজন, “নিজে রিভিউ করার সময়ে প্রতিটা পর্ব অন্তত ৪০-৫০ বার দেখে ক্লান্ত লাগছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, স্প্যানিশ ভাষায় দেখার সময়ে মনে মনে ভাবছি, যদি মেসির সন্তানরা এই সিরিজ দেখে!”

‘মহাভারত’-এর গল্প অ্যানিমেশনের মোড়কে পরিবেশন করা ‘রাজসূয় যজ্ঞে’র তুলনায় কম কিছু নয়! ‘কুরুক্ষেত্র’র মেকিং প্রসঙ্গে এর আগে উজান জানিয়েছিলেন, মহাভারতের গল্প কিংবা সাহিত্যের যে মান, সেটা যতটা সম্ভব আমরা বজায় রাখার চেষ্টা করেছি এই সিরিজে। কারণ শৈশব থেকেই আমাদের সকলেরই হয়তো ‘মহাভারত’ নিয়ে কম-বেশি স্মৃতি রয়েছে। আমার ভাইদেরও দেখেছি, টিভিতে ‘মহাভারত’ দেখে ভীমবেশে দৌড়াদৌড়ি করতে। শৈশবের সেই স্মৃতিগুলিকেই এবার ‘কুরুক্ষেত্র’র সঙ্গে ঝালিয়ে নেওয়ার পালা।” প্রসঙ্গত, বর্তমানে উজান হাত দিয়েছেন তাঁর পরিচালিত প্রথম বাংলা ফিচার ফিল্মের কাজে। তার মাঝেই ‘কুরুক্ষেত্র’ সাড়া ফেলেছে নেটফ্লিক্সে। উজানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ‘লক্ষ্মীছেলে’ প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও। তাঁর কথায়, “আমাদের ‘লক্ষ্মীছেলে’ উজান গঙ্গোপাধ্যায় বাংলার মুখ উজ্জ্বল করেছে। ওর পরিচালিত সিরিজ নেটফ্লিক্সে এক নম্বরে। আরও হোক।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ