সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটি কাটিয়ে ফিরছিলেন। মাঝ আকাশে মেজাজ খারাপ হয়ে গেল মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। বিমানসংস্থার পক্ষ থেকে দেওয়া খাবারে ছিল চুল। অভিযোগ জানানোর পরও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এতেই ক্ষিপ্ত অভিনেত্রী তথা রাজনীতিবিদ।
টুইটারে বিষয়টি জানিয়েছেন মিমি। শেয়ার করেছেন খাবারের প্লেটের ছবি। যেখানে খাবারের মাঝে একটি লম্বা কালো চুল দেখা যাচ্ছে। মিমি জানান, ক্রস্যাঁ (ফরাসি খাবার) খাচ্ছিলেন তিনি। সেই সময়ই চুলটা মুখে পড়ে। কিন্তু তা জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
ক্ষিপ্ত হয়ে টলিউড তারকা বিমানসংস্থাকে ট্যাগ লেখেন, “মনে হয় আপনারা এত বড় হয়ে গিয়েছেন যে যাত্রীদের খেয়াল রাখার প্রয়োজন বোধ করেন না। খাবারে চুল থাকা কোনও ছোটখাটো বিষয় নয় বলেও আমার ধারণা। আপনাদের টিমকে মেল করা হয়েছে কিন্তু কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি কিংবা ক্ষমাও চাওয়া হয়নি। এই জিনিসটাই ক্রস্যাঁ খাওয়ার সময় আমার মুখে পড়ে।”
Dear i believe u hav grown 2 big to care less abut ppl traveling wit u.Finding hair in meal is not a cool thing to do i believe.
Maild u nd ur team but u didn’t find it necessary to reply or apologise
That thing came out frm my croissant i was chewing— Mimi chakraborty (@mimichakraborty)
উল্লেখ্য, জন্মদিনটা এবার বিদেশে কাটিয়েছেন মিমি। প্যারিসে আইফেল টাওয়ারের শোভা দেখেছেন। ডায়েট ভুলে সুস্বাদু খাবার খেয়েছেন। প্রচুর হেঁটে প্যারিসকে দেখেছেন। সেখানকার মানুষ, সংস্কৃতি, ঘর, বাড়ি, সৌধ, সমস্ত কিছু দেখার পর দেশে ফিরছিলেন মিমি। সম্ভবত সেই সময়ই এই ঘটনা ঘটে। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী জানান এখনও পর্যন্ত বিমান সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.