Advertisement
Advertisement
Maa trailer

অশুভ শক্তির বিনাশে কালীরূপে ‘মা’ কাজল, বোলপুরের প্রেক্ষাপটে ভৌতিক ছবির ট্রেলার গায়ে কাঁটা ধরাবে!

সম্প্রতি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে যান কাজল।

Maa trailer out: Kajol transforms into Kaali to end a demonic curse
Published by: Sandipta Bhanja
  • Posted:May 29, 2025 3:33 pm
  • Updated:May 29, 2025 3:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কলকাতায় এসে দক্ষিণেশ্বরে ভবতারিণীর পুজো দিয়েছিলেন। এবার অশুভ শক্তির বিনাশে নিজেই কালীরূপে ধরা দিলেন কাজল। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে মা সিনেমার ট্রেলার। গ্রামবাংলার জঙ্গলের প্রেক্ষাপটে একেবারে গা ছমছমে ভৌতিক গল্প। ২০২৪ সালে কলকাতা এবং শান্তিনিকেতনে এসে এই ছবির শুটিং করেছিলেন কাজল। এবার রহস্য-রোমাঞ্চে মোড়া ভৌতিক ছবির ঝলক দেখিয়ে গায়ে কাঁটা ধরালেন বলিউডের বঙ্গকন্যা।

Advertisement

চন্দ্রপুর নামে এক গাঁয়ের পৌরাণিক কাহিনি ভিত্তিক গল্প। যেখানে যুগ যুগ ধরে শিশুকন্যা, নাবালিকাদের রক্তে এক শয়তানে শক্তিশালী হয়ে ওঠার কাহিনি প্রচলিত রয়েছে। সেই গ্রামে মেয়ের সঙ্গে এসে বিপাকে পড়ে কাজল। আচমকাই উধাও হয়ে যায় তার কন্যা। সেই প্রেক্ষিতেই কাজল জানতে পারে, সেই গ্রামে বিগত তিন, চার মাস ধরেই একের পর এক কন্যাসন্তান উধাও হয়ে যাচ্ছে। তার মেয়েও সেই অসুভ শক্তিরই শিকার। কাজল কি পারবে সেই রহস্যের সমাধান করতে? জানতে হলে অপেক্ষা করতে হবে জুন মাসের ২৭ তারিখ অবধি। কারণ সেদিনই প্রেক্ষাগৃহে আসছে ‘মা’। ট্রেলার দেখলে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য! পয়লা ঝলক দেখে বেশ বোঝা যাচ্ছে যে, এই শক্তি মাতৃশক্তির কথা বলবে। আর সেই জন্যই সম্ভবত সংশ্লিষ্ট সিনেমার প্রচার কলকাতায় এসে দক্ষিণেশ্বরে পুজো দিয়েই শুরু করেছিলেন কাজল।

গতবছর মার্চ মাসে টানা বেশ কয়েকদিন বাংলায় এসে কাটিয়ে গিয়েছিলেন কাজল। উপলক্ষ্য ‘মা’ সিনেমার শুটিং। পরিচালনায় বিশাল ফুরিয়া। যিনি এর আগে নুসরত বরুচাকে নিয়ে ‘ছোড়ি’র মতো গা ছমছমে ভুতুড়ে সিনেমা উপহার দিয়েছিলেন। তার পরিচালনাতেই ‘মা’ ছবিতে কাজ করেছেন কাজল। যেখানে রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে। মেয়ের প্রাণ বাঁচাতে এক মায়ের লড়াই কতটা কঠিন হতে পারে? সেই গল্পই বলবে এই ভৌতিক সিনেমা। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় মুক্তি পাচ্ছে ‘মা’।

প্রসঙ্গত, পরিচালক সমু মুখোপাধ্য়ায় ও তনুজার মেয়ে কাজল (Kajol)। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছেন তিনি। এখনও দুর্গাপুজোয় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন। নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগ প্রসাদ। বাংলার সঙ্গেও তাঁর অদ্ভুত নাড়ির টান। মা ছবির বাংলা ভার্সনে তাঁকে কেমন লাগবে দেখতে? নজর থাকবে সেদিকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ