অভিরূপ দাস: ‘হরি পুত্র অতুলিত বল ধামা। তেজি পুত্র অমিতাভ হ্যায় নামা।’ অমিতাভের জন্মদিনে শহরের বচ্চন ফ্যান ক্লাবে মুক্তি পেল অমিতাভ চালিশা। লক্ষ্মী পাঁচালী, হনুমান চল্লিশার মতো রীতিমতো ছাপানো মন্ত্রের বই। যার পাতায় পাতায় বচ্চন বন্দনা। শনিবার অমিতাভ বচ্চনের জন্মদিনে রীতিমতো ধুপধুনো দিয়ে পুজো হল অমিতাভের। পাঠ করা হল অমিতাভ চালিশা। এও সম্ভব? অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাবের সম্পাদক সঞ্জয় পাতোদিয়ার কথায়, সব তীর্থ বারবার বচ্চন ধাম একবার। বচ্চনের মুম্বাই নিবাস জলসায় বহুবার গেছেন সঞ্জয়। দেখাও করেছেন তাঁর ছ’ফুট দু ইঞ্চির ‘ঈশ্বরে’র সঙ্গে।
শনিবার বন্ডেল রোডের অমিতাভ বচ্চন ফ্যান ক্লাবে পুজোর থালায় চন্দন বাটা, কুচো ফুল, পঞ্চ প্রদীপ, ধুপ, চাল, হোমের টিকা। কালীপুজো এখনও দিন দশ বাকি। তবে? “আজ বচ্চন পুজো হবে।” জানিয়েছেন, শহরের অমিতাভ ফ্যান ক্লাবের সদস্যরা। হলোও তাই। যে ফ্যান ক্লাবে প্রতিষ্ঠা হয়েছে অমিতাভ মন্দির। পুজো শেষে মন্দিরে মূর্তির সামনে রেখে দেওয়া হল ভোগ প্রসাদের থালা। কড়া নির্দেশ, “বাইরে চলুন উনি এখন খাবেন।”
কোন ম্যাজিকে রক্তমাংসের মানুষ অমিতাভ বচ্চন ঈশ্বরের আসনে? ৮৩তম জন্মদিনে তাঁর মূর্তির সামনে কপালে হাত ঠেকিয়ে নমস্কার করেন বৃদ্ধা, “ভগবান তুমি দেখো।” দেখেন অমিতাভ? সঞ্জয়ের কথায়, আমায় একবার বলেছিলেন, ”মেরে জনমদিন মে কুছ মদদগার কাম করো।” ‘গুরু’র ৮৩ এর জন্মদিনে তাই ৮৩ জন গরিব বাচ্চার হাতে পড়াশোনার সরঞ্জাম তুলে দিয়েছে অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব। সেখান থেকে সোজা কালীঘাট মন্দির। সেখানে শাহেনশার দীর্ঘজীবন কামনা করে মহাপুজো দেওয়া হবে।
নামের আদ্যাক্ষরে বি অনেকেরই। ববি দেওল। ববিতা৷ বাসু চট্টোপাধ্যায়। কিন্তু তিনি বিগ বি। বচ্চন। নাম শেষের তিনটি অক্ষর উচ্চারণ করলেই দুনিয়াজোড়া বায়োস্কোপ অনুরাগী তাকে চিনে নেবে। আজ তাঁর জন্মদিনে কিং সাইজ কেক কাটলেন অনুরাগীরা। সেই ভিড়ে এমন অনেকেই যাঁরা বয়সে বচ্চনের নাতনির চেয়েও ছোট। সঞ্জয়ের কথায় “এটাই ম্যাজিক। পঁচাত্তরে আমার বাবার প্রজন্ম শোলে দেখেছেন। ২০০১-এ আমরা দেখেছি কভি খুশি কভি গম। আবার ২০২৪-এ স্কুল পড়ুয়ারা দেখেছে কাল্কি। দশ বছরের বাচ্চা থেকে নবতিপর বৃদ্ধ সবাই ওঁর ভক্ত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.