Advertisement
Advertisement
Pankaj Dheer

ক্যানসারেই আটকাল জীবনরথের চাকা, প্রয়াত ‘কর্ণ’ পঙ্কজ ধীর

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮।

Mahabharat's Karna, Pankaj Dheer, dies after battling cancer
Published by: Arani Bhattacharya
  • Posted:October 15, 2025 2:00 pm
  • Updated:October 15, 2025 3:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় ফের শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ধীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। টেলিভিশনের পর্দায় ‘মহাভারত’-এর ‘কর্ণ’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকমনে বিশেষ ছাপ ফেলেছিল। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। লড়াই করছিলেন ক্যানসারের সঙ্গে। কয়েকমাস আগে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়, হয়েছিল অস্ত্রোপচার। কিন্তু শত চেষ্টার পরও শেষ রক্ষা হল না। বুধবার, ১৫ অক্টোবর না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা।

Advertisement

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বন্ধু-সহকর্মী অমিত বহল। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাশোসিয়েশন’। বুধবার মুম্বইতে বিকেল সাড়ে চারটে নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

ছোটপর্দায় ‘মহাভারত’ ছাড়াও একাধিক হিন্দি ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসা পেয়েছে। অভিনয় করেছেন ‘জমিন’, ‘সোলজার’, “টারজান: দ্য ওয়ান্ডার কার’ প্রভৃতি ছবিতে। বড়পর্দার পাশাপাশি একাধিক হিন্দি ধারাবাহিক ও ওয়েবে সিরিজেও দর্শক পেয়েছেন তাঁকে। তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান তাঁর দর্শক-অনুরাগীরা। তাঁর অকালমৃত্যু বিনোদুনিয়ায় এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ