Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

বাংলা সিনেমা-সিরিয়ালে হিন্দি গান নয়, ‘মহানায়ক’ সম্মানের অনুষ্ঠানেও বাঙালি অস্মিতায় শান মুখ্যমন্ত্রীর

'মহানায়ক' সম্মানের মঞ্চে কী জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Mahanayak Samman 2025: Mamata Banerjee on Bengali cinema, serial
Published by: Sandipta Bhanja
  • Posted:July 24, 2025 6:56 pm
  • Updated:July 24, 2025 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক বছর ধরেই বাংলা ধারাবাহিকে হিন্দি গানের ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। শুধু তাই নয়, বাঙালি বিয়ের অনুষ্ঠানে সঙ্গীত-মেহেন্দি দেখানোর পাশাপাশি, উত্তর ভারতীয় সংস্কৃতি করবাচৌথ পালন করার দৃশ্যায়ণও দেখা গিয়েছে। তবে হিন্দি গানের ব্যবহার যেন উত্তরোত্তর আরও প্রকট হয়ে উঠছে বাংলা ধারাবাহিকে। বৃহস্পতিবার ‘মহানায়ক’ সম্মানের অনুষ্ঠানে সেই বিষয়েই কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

একদিকে যখন বাংলাভাষী হওয়ার অপরাধে ভিনরাজ্যে আক্রান্ত হিন্দু বাঙালিরা। ‘পুশব্যাক’ করা হচ্ছে মতুয়া-রাজবংশীদেরও! তখন এমন আবহে মাতৃভাষা বাংলাকে আঁকড়ে রাখার মন্ত্র দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়ক সম্মানের মঞ্চে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এল বাংলা ভাষা এবং বাংলা সিনেমার প্রতি তাঁর ভালোবাসার কথা। সম্প্রতি একুশের সভা থেকে বাঙালি অস্মিতায় শান দিয়ে কেন্দ্র তথা বিজেপিকে একযোগে বিঁধেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদ স্মরণের মঞ্চ থেকেই ডাক দিয়েছিলেন ‘ভাষা আন্দোলনের’। আর বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক’ সম্মানের অনুষ্ঠানেও বাঙালি অস্মিতায় শান দিলেন মুখ্যমন্ত্রী। সিনেমা-সিরিয়ালে বাংলা গানের ব্যবহার কমে যাওয়ার বিষয়টিকে তুলে ধরলেন। তাঁর কথায়, “অন্যান্য ভাষাকে অবশ্যই সম্মান করুন। কিন্তু বাংলাকে প্রাণে ধরে রাখুন।”

শিল্পী-কলাকুশলীদের হাতে মহানায়কের নামাঙ্কিত পুরষ্কার তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “বাংলা ভাষায় যাঁরা কথা বলছেন, তাঁদের উপর অত্যাচার চলছে বিভিন্ন রাজ্যে। সারা পৃথিবীতে পঞ্চম স্থানে রয়েছে আমাদের বাংলা ভাষা। এই ভাষাতেই প্রায় ৩০ কোটি মানুষ কথা বলেন। আর আজকে যাঁরা বাংলা ভাষায় কথা বলছেন, তাঁদের জেলে ঢোকানো হচ্ছে। এটা মেনে নেব না। বাংলা আমাদের মাতৃভূমি, কর্মভূমি, পিতৃভূমি, স্বপ্নভূমি, নবজাগরণের ভূমি। তাই আমাদের জেগে উঠতে হবে। বাংলা সিনেমাকে অবহেলা করবেন না। আর আমি নির্মাতাদেরও বলব, বাংলা সিরিয়ালেও যেন হিন্দি ভাষায় গানের ব্যবহার কমানো হয়।” মুখ্যমন্ত্রীর সংযোজন, “বাংলা গানের চল সিনেমা-সিরিয়ালে অনেক কম। বাংলা গানের একটা মাধুর্য রয়েছে। পুলক বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সলিল চৌধুরি, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে-সহ আরও অনেকে বাংলা ভাষায় কত ভালো ভালো গান গেয়েছেন।” বাংলা ভাষার গানের উপরই নির্মাতাদের জোর দিতে বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ধারাবাহিকের প্লটে সামাজিক বার্তা দেওয়ার কথাও বলেন তিনি। পরিচালক-প্রযোজকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “খারাপ কিছু শেখাবেন না। সিরিয়ালে সারাক্ষণ বিষ দেওয়া, ঝগড়া, গুন্ডামি এসব দেখানো হচ্ছে। বাচ্চারা ভুল শিখছে। অনেকে আত্মহননের পথও বেছে নিচ্ছে। সিরিয়াল টানতে গেলে রোজ গণ্ডগোল দেখানোর দরকার নেই। অনেক ভালো জিনিস রয়েছে, সেগুলি দেখান।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement