সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত আট বছরে ‘হিট’-এর মুখ দেখেননি আমির খান। যে দুটো সিনেমার জন্য এক বুক আশা রেখেছিলেন, কোমর বেঁধে বহু কসরত করেছিলেন, সেই দুটো ছবির ব্যবসাই বিশ বাঁও জলে ডুবেছিল! তবে এবার সম্ভবত ‘সিতারে জমিন পর’ সিনেমার সুবাদে আমিরের কপাল খুলল। ১৫০ কোটির উপর ব্যবসা করার পাশাপাশি এই সিনেমা দেখে সুপারস্টারের প্রশংসায় পঞ্চমুখ সিনেসমালোচক, দর্শকরা। শাহরুখ-সলমন আগেই এই সিনেমা দেখে দারুণ রিভিউ দিয়েছেন। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে খোদ আমির খানের পিঠ চাপড়ালেন।
সম্প্রতি মুম্বইতে ‘সিতারে জমিন পর’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। যেখানে এই ছবি প্রদর্শনের মাধ্যমেই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের নিয়ে সচেতনতার প্রচার চালানো হয়। সেখানেই উপস্থিত ছিলেন একনাথ শিণ্ডে। সমাজকে বার্তা দেওয়া এহেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিনেমা করায় আমিরের ভূয়সী প্রশংসা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মহারাষ্ট্রের রাজ্য সরকার প্রয়োজনে বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের পূর্ণ সহায়তা প্রদান করবে, বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
‘সিতারে জমিন পর’ দেখে আবেগঘন শিণ্ডের মন্তব্য, “বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুরা আলাদা নয়। সমাজের আর পাঁচজন শিশুর মতোই ওদেরও শিক্ষার অধিকার রয়েছে। মহারাষ্ট্র সরকার মূলধারার স্কুলগুলিতে প্রয়োজনীয় সমস্ত সাহায্য করবে। প্রয়োজনে, বিএমসি স্তরেও এই সিদ্ধান্তকে বিবেচনা করে দেখা হবে। এবং অবশ্যই সেটা ইতিবাচকভাবে।” এদিন সিনেমা দেখার পাশাপাশি স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রিত বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু-ব্যক্তিদের সঙ্গে করমর্দন করতেও দেখা যায় একনাথ শিণ্ডেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.