সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগে একটা রবিবাসরীয় অলস দিনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মালাইকা অরোরা। আর সেই ছবিতে লাইক করেছিলেন অর্জুন কাপুর। মালাইকার পোস্টে আচমকাই অর্জুনের প্রতিক্রিয়া দেখে চমকে গিয়েছিলেন নেটিজেনরা। তখন থেকেই শুরু হয়েছিল গুঞ্জন। তাহলে কি ফের সম্পর্ক জোড়া লাগছে তাঁদের দু’জনের?
এবার সেই গুঞ্জন আরও খানিকটা জোরালো হল। বৃহস্পতিবার অর্জুন কাপুরের ৪০তম জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন মালাইকা। ইনস্টাগ্রামের স্টোরিতে একটি বুমেরাং পোস্ট করেছেন তিনি। তাতে লেখা ‘হ্যাপি বার্থডে অর্জুন কাপুর’। সেই বুমেরাংয়ে অর্জুনকে দেখা যাচ্ছে বিদেশের মাটিতে মজা করতে। মালাইকার এই পোস্টের পর থেকেই জল্পনা তুঙ্গে। সকলের মনেই প্রশ্ন জাগছে তাহলে কি ফের দু’জনের সম্পর্ক জোড়া লাগছে? এই নিয়ে যদিও মালাইকা বা অর্জুন কেউ মুখ খোলেননি। তবে বিচ্ছেদের পরও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের ব্যক্তিগত পরিসরে সীমারেখা টানার কথা জানিয়েছিলেন মালাইকা আগেই। তবে সম্পর্ক না থাকলেও তাঁদের যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে তা আগেই জানিয়েছিলেন। তাহলে কি বন্ধুত্বের খাতিরেই এসব কিছু?
২০২৪ সালে সম্পর্ক শেষ হয় মালাইকা-অর্জুনের। নিজের এক ছবির প্রচারে এসে সম্পর্ক ভাঙার কথা জানিয়েছিলেন অর্জুন। যদিও এই বিষয়ে কখনই মুখ খোলেননি মালাইকা। গত বছর অর্জুনের জন্মদিনের পার্টিতেও তাঁকে দেখা যায়নি। একসময়ের পাওয়ার কাপলের এমন বিচ্ছেদে মন খারাপ হয়েছিল অনুরাগীদেরও। তবে কি সেই ব্যথায় এবার প্রলেপ দিতে চলেছেন বলিপাড়ার চর্চিত এই জুটি?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.