সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী, হিন্দি সিনেইন্ডাস্ট্রি মিলিয়ে ফিল্মি কেরিয়ারে সাড়ে তিনশোর বেশি সিনেমা। ভারতীয় সিনেজগতে অনবদ্য অবদানের জন্য এবার দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন মালয়ালম মেগাস্টার মোহনলাল। শনিবারই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে।
২০২৩ সালের দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হচ্ছেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। এক্স হ্যান্ডেলের পোস্টে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “মোহনলালের অসাধারণ সিনেসফর দুই প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে আসছে। ভারতীয় সিনেমায় প্রশংসনীয় অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক তথা প্রযোজককে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।” ২৩ সেপ্টেম্বর ৭১তম জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে মোহনলালকে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হবে। শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে মোহনলালের সঙ্গে অতীত ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, “মোহনলাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী। বিগত কয়েক দশক ধরে নিজের কাজের মাধ্যমে দর্শককে সমৃদ্ধ করেছেন। মালায়ালাম সিনেমার পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় এবং হিন্দি ছবিতেও অসাধারণ অভিনয় করেছেন। কেরালার সংস্কৃতির প্রতিও তাঁর গভীর অনুরাগ। বিভিন্ন মাধ্যমে তাঁর এই অভিনয় প্রতিভা সত্যিই অনুপ্রেরণা জোগায়।”
Shri Mohanlal Ji epitomises excellence and versatility. With a rich body of work spanning decades, he stands as a leading light of Malayalam cinema, theatre and is deeply passionate about the culture of Kerala. He has also delivered remarkable performances in Telugu, Tamil,…
— Narendra Modi (@narendramodi)
উল্লেখ্য, এর আগে সেরা অভিনেতা হিসেবে দু’ বার জাতীয় পুরষ্কার পেয়েছেন মোহনলাল। সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে দর্শককে নিজের অভিনয়গুনে মুগ্ধ করে এসেছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। কেরল থেকে তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি সিনেমার পর্দায় সাড়ে তিনশোর বেশি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন মোহনলাল। তাঁর অভিনয়, সিনেমা বর্তমান প্রজন্মের কাছে ব্যাকরণসম। মালয়ালম সিনেইন্ডাস্ট্রির সেই মেগাস্টারকেই এবার ভারতীয় সিনেদুনিয়ার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হচ্ছে। সহকর্মী থেকে অনুরাগীদের কাছে তিনি প্রিয় ‘লালেত্তান’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.