সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমরমিয়ে প্রেক্ষাগৃহে চলছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রী জুটির এই ছবির জন্য বছরের পর বছর মুখিয়ে ছিলেন দর্শক। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ১৪ আগস্ট মুক্তি পেয়েছে বড় পর্দায় এই ছবি। মুক্তির পর থেকেই ভালো ব্যবসা করেছে ‘দেশু’ জুটির ছবি। শুধু এ দেশের দর্শক নয়, ওপার বাংলাতেও যাতে এই ছবি সকল বাংলা ছবির দর্শক দেখতে পান তার জন্যেও উদ্যোগী হয়েছে ছবির টিম। বাংলাদেশে এই ছবি মুক্তি দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়ে, এই নিয়ে শুক্রবার বাংলাদেশ হাই কমিশনে বৈঠক করেন প্রযোজক রানা সরকার। ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হল বাংলাদেশে ‘ধূমকেতু’ মুক্তি দেওয়া নিয়ে এদিন বৈঠক শেষে সংবাদমাধ্যমকে জানালেন প্রযোজক রানা সরকার।
“বাংলাদেশে দেব-শুভশ্রীর অসংখ্য ফ্যান। তাঁরা অনুরোধ করেছেন রিলিজের জন্য। আমি সোশাল মিডিয়ায় সরকারকে এই নিয়ে আবেদন আগেই জানিয়েছিলাম। তারপর বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে ডেপুটি হাই কমিশনারের সঙ্গে যোগাযোগ হয়। আমাদের দেখা হয় এবং তারপর শুরু হয় যাবতীয় প্রক্রিয়া। আজ এখানে এসে যিনি ফার্স্ট সেক্রেটারি তাঁকে আবেদন জমা দিলাম। এমনকি বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গেও এই নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। দুই দেশের মধ্যে বেশ কিছু আইনি বিষয় থাকেই। তার প্রক্রিয়াকরণ শুরু করা হবে খুব তাড়াতাড়ি এবং জানানো হবে যে, ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে কিনা।’
সাম্প্রতিক পরিস্থিতিতে দু’ দেশের মধ্যে দ্বন্দ্ব থাকলেও টলিউড, বলিউডের তারকাদের নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে বরাবর প্রবল উন্মাদনা। হাসিনা পরবর্তী অধ্যায়ের আঁচ দু’ দেশের বিনোদুনিয়াতেও কিছুটা পড়েছে! তবে ভারতীয় তারকাদের নিয়ে তাঁদের উন্মাদনায় যে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, তার প্রমাণ ‘ধূমকেতু’ আবহে দেব-শুভশ্রী জুটির জন্য তাঁদের ‘গলা ফাটানো’ সব পোস্ট। আর এহেন উন্মাদনার ঝড় চোখে পড়তেই এবার পদ্মাপারে ‘ধূমকেতু’র রিলিজ চাইছেন ছবির অন্যতম প্রযোজক রানা সরকার। ইউনুস সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশের স্বনামধন্য পরিচালক ফারুকী। তাঁকে ট্যাগ করে এর আগে এক পোস্টে রানা সরকার লেখেন, “বাংলাদেশে ‘ধূমকেতু’ রিলিজ করতে আমরা আগ্রহী। অতঃপর পদ্মাপারের দেশু অনুরাগীরাও ‘ধূমকেতু দেখতে পান কিনা এবার সেটাই দেখার
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.