Advertisement
Advertisement
Narendra Modi

ক্লিওপেট্রার দেশে ‘দেশ রঙ্গিলা’, মিশরকন্যার গানে মজলেন মোদি, কী বললেন প্রধানমন্ত্রী?

মিশরকন্যার ভিডিও ভাইরাল।

Published by: Akash Misra
  • Posted:January 29, 2024 7:17 pm
  • Updated:January 29, 2024 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে ভারতের জয়গান। হ্যাঁ, আর এই কাণ্ড ঘটিয়ে ফেলল মিশরকন্যা লাওডেড কারিমন। ইজিপ্টের কারিমানের কণ্ঠে ‘দেশ রঙ্গিলা’ শুনে আপ্লুত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

৭৫ তম প্রজাতন্ত্র দিবসে যখন গোটা ভারত উদযাপনে ব্যস্ত। তখন সুদূর মিশরে শোনা গেল ‘দেশ রঙ্গিলা’। সেদেশের ইন্ডিয়া হাউসের সাধারণতন্ত্র উদযাপনের অনুষ্ঠানে লাওডেড শোনালেন আমির ও কাজল অভিনীত ‘ফানা’ ছবির দেশত্বাবোধক গান ‘দেশ রঙ্গিলা’। লাওডেডের পরনে দেখা গেল ভারতীয় পোশাকও।

মিশরকন্যার এই গান নজরে পড়ল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশিনীর কণ্ঠে ভারতের গান শুনে আপ্লুত মোদি নিজের এক্স হ্যান্ডেলে গায়িকার প্রশংসাও করলেন।

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ কবীর সুমন, হাসপাতালে ‘গানওয়ালা’]

এক্স হ্যান্ডেলে মোদি লিখলেন, ‘সুরেলা কণ্ঠ। গায়িকাকে শুভেচ্ছা তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য।’

প্রসঙ্গত, প্রথা অনুযায়ী প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি। এবারই প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। তাই দ্রৌপদী কী বলেন, সেইদিকে নজর ছিল দেশবাসীর। বক্তৃতার শুরুতেই গত কয়েকবছরে অর্থনৈতিক ক্ষেত্রে দেশ কতখানি এগিয়েছে সেই প্রসঙ্গ উত্থাপন করেন রাষ্ট্রপতি। অথচ ভাষণে আদিবাসীদের প্রসঙ্গে কয়েক লাইন বললেও সংখ্যালঘুদের বিষয় এড়িয়ে যান। এই সরকারের সময় আদিবাসী জনজাতিরা শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। আর্থিকভাবেও স্বনির্ভর হচ্ছে বলে মনে করেন রাষ্ট্রপতি।

[আরও পড়ুন: নির্ঘাত পরকীয়া! ‘ভাবি ২’ তৃপ্তির সঙ্গে রণবীরের মাখোমাখো নাচ, ভিডিও ঘিরে শোরগোল ]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement