সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে ভারতের জয়গান। হ্যাঁ, আর এই কাণ্ড ঘটিয়ে ফেলল মিশরকন্যা লাওডেড কারিমন। ইজিপ্টের কারিমানের কণ্ঠে ‘দেশ রঙ্গিলা’ শুনে আপ্লুত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৭৫ তম প্রজাতন্ত্র দিবসে যখন গোটা ভারত উদযাপনে ব্যস্ত। তখন সুদূর মিশরে শোনা গেল ‘দেশ রঙ্গিলা’। সেদেশের ইন্ডিয়া হাউসের সাধারণতন্ত্র উদযাপনের অনুষ্ঠানে লাওডেড শোনালেন আমির ও কাজল অভিনীত ‘ফানা’ ছবির দেশত্বাবোধক গান ‘দেশ রঙ্গিলা’। লাওডেডের পরনে দেখা গেল ভারতীয় পোশাকও।
মিশরকন্যার এই গান নজরে পড়ল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশিনীর কণ্ঠে ভারতের গান শুনে আপ্লুত মোদি নিজের এক্স হ্যান্ডেলে গায়িকার প্রশংসাও করলেন।
এক্স হ্যান্ডেলে মোদি লিখলেন, ‘সুরেলা কণ্ঠ। গায়িকাকে শুভেচ্ছা তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য।’
This rendition by Kariman from Egypt is melodious! I congratulate her for this effort and wish her the very best for her future endeavours.
— Narendra Modi (@narendramodi)
প্রসঙ্গত, প্রথা অনুযায়ী প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি। এবারই প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। তাই দ্রৌপদী কী বলেন, সেইদিকে নজর ছিল দেশবাসীর। বক্তৃতার শুরুতেই গত কয়েকবছরে অর্থনৈতিক ক্ষেত্রে দেশ কতখানি এগিয়েছে সেই প্রসঙ্গ উত্থাপন করেন রাষ্ট্রপতি। অথচ ভাষণে আদিবাসীদের প্রসঙ্গে কয়েক লাইন বললেও সংখ্যালঘুদের বিষয় এড়িয়ে যান। এই সরকারের সময় আদিবাসী জনজাতিরা শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। আর্থিকভাবেও স্বনির্ভর হচ্ছে বলে মনে করেন রাষ্ট্রপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.