Advertisement
Advertisement
Metro...In Dino trailer

কংক্রিটের জঙ্গলে কান্নাভেজা প্রেম! ‘লাভ-সেক্স-ধোঁকা’য় ‘মেট্রো ইন দিনো’র গল্প বুনলেন অনুরাগ

'মেট্রো ইন দিনো'র ট্রেলারে নস্ট্যালজিয়ায় ভাসালেন অনুরাগ বসু।

Metro...In Dino trailer: Anurag Basu film explores love, life, longing in busy city
Published by: Sandipta Bhanja
  • Posted:June 4, 2025 4:28 pm
  • Updated:June 4, 2025 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ সালে মুক্তি পায় পরিচালক অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন আ মেট্রো’। শহুরে সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি এই ছবির গল্প দর্শকদের চোখ ভেজানোর পাশাপাশি পেটে খিলও ধরিয়েছিল। বক্স অফিসের মার্কশিটেও দুরন্ত সাফল্য পেয়েছিল এই ছবি। আর এবার সেই ছবির স্মৃতি উসকে দিয়েই ‘মেট্রো ইন দিনো’র ঝলক দেখালেন অনুরাগ বসু। ব্যস্তজীবনে প্রেম, মান-অভিমান, বিচ্ছেদের কাতর যন্ত্রণা ফুটে উঠল ট্রেলারে।

‘লাইফ ইন আ মেট্রো’, ‘লুডো’র পর অনুরাগের এই ছবিতেও যে সম্পর্কের জটিলতার নানা দিক উঠে আসবে, সেকথা আগেই জানা গিয়েছিল। ট্রেলারেও সেই ঝলকই ফুটিয়ে তুললেন অনুরাগ বসু। ‘মেট্রো ইন দিনো’তে মোট চারটি জুটির সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। যেখানে প্রথম জুটি হিসেবে নজর কাড়লেন সারা আলি খান এবং আদিত্য রায় কাপুর। দ্বিতীয় জুটি হিসেবে দেখা গেল আলি ফজল, ফতিমা সানা শেখকে। ‘লাভ-সেক্স-ধোঁকা’য় বর্তমান প্রজন্মের ভালোবাসার গল্প তুলে ধরেছেন অনুরাগ এই দুটি জুটির মাধ্যমে। অন্যদিকে মাঝবয়সি দম্পতির ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠী এবং কঙ্কণা সেনশর্মা। আর ষাটোর্ধ্ব জুটি হিসেবে নজর কাড়লেন অনুপম খের এবং নীনা গুপ্তা। চার জুটির জীবনই গল্পে একসুতোয় বাঁধা। কালের আঁধারে সেসব জড়িয়ে যাওয়া সম্পর্কের সুতোয় জট বেশ দক্ষভাবে ছাড়িয়েছেন অনুরাগ বসু, ট্রেলারেই তার আভাস মিলেছে।

প্রেম, রোম্যান্স, লাইট অ্যাকশন এবং কমেডির মোড়কে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। অনুরাগ বসুর বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘লাভ ট্রিলজি’র এই তিন নম্বর সিনেমাটিও যে দর্শকদের মন কাড়বে, সেটা ট্রেলার দেখেই হলফ করে বলা যায়।
পুরনো ছবিটির মতোই, নতুন ছবির সঙ্গীতের দায়িত্বেও রয়েছেন প্রীতম। ‘মেট্রো ইন দিনো’র ট্রেলারেও সেই ঝলক মিলেছে। টি সিরিজ প্রযোজিত এই ছবি মুক্তি পাচ্ছে চলতি বছরের ৪ জুলাই। তার প্রাক্কালেই ট্রেলারে মন জয় করলেন পরিচালক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement