Advertisement
Advertisement
Milind Soman

৫৬ বছরেও সুঠাম শরীর, নতুন মিউজিক ভিডিওয় ‘মেড ইন ইন্ডিয়া’র স্মৃতি ফেরালেন মিলিন্দ

তারকার বোল্ড লুক দেখে মুগ্ধ অনুরাগীরা। 

Milind Soman looks hot in new Music Video Shringaar | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 2, 2022 4:43 pm
  • Updated:July 2, 2022 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশকের সেই সময়টা ছিল ইন্ডি পপের। একের পর এক গান সুপারহিট। এমন পরিস্থিতিতেই প্রকাশ্যে আসে আলিশা চিনয়ের মিউজিক ভিডিও ‘মেড ইন ইন্ডিয়া’। নায়ক মিলিন্দ সোমন (Milind Soman)।  সেই স্মৃতিই যেন নতুন মিউজিক ভিডিও ‘শৃঙ্গার’-এ ফিরিয়ে আনলেন তারকা। 

Advertisement

Milind Soman

১৯৯৫ সালে প্রকাশ্যে আসে আলিশা চিনয়ের ‘মেড ইন ইন্ডিয়া’ গানটি। গানের মাঝে বাক্সের ভিতর থেকে যেন স্বপ্নের রাজকুমারের মতো ক্যামেরার সামনে এসেছিলেন মিলিন্দ। সেই সময় তিরিশ বছরের যুবক ছিলেন তারকা। আর এখন তাঁর বয়স ৫৬। কিন্তু মিলিন্দের কাছে বয়স কেবল সংখ্যামাত্র। এখনও ক্যামেরার সামনে দিব্যি শার্টলেস হয়ে পোজ দিতে পারেন মিলিন্দ। সেই প্রমাণ মিলল ‘শৃঙ্গার’ মিউজিক ভিডিওয়। 

[আরও পড়ুন: মহেশ বাবুর ফ্যান বিল গেটস, অভিনেতার সঙ্গে সাক্ষাতের পর ফলো করলেন টুইটারেও

গানটি লিখেছেন সংগীত পরিচালক বায়ু। তিনিই সুর সাজিয়েছেন। বায়ুর সুরে গানটি গেয়েছেন আস্থা গিল ও আকাশা। ব়্যাপের অংশটিতে কণ্ঠ দিয়েছেন রফতার। তবে ভিডিওর সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই মিলিন্দ। ৫৬ বছর বয়সেও তাঁর বোল্ড লুক দেখে মুগ্ধ অনুরাগীরা। ভিডিওর প্রতিক্রিয়া দিতে গিয়ে একজন লিখেছেন, “মিলিন্দ সোমনকে দেখতে দুর্দান্ত লাগছে… অসম্ভব হট….ছোটবেলার মতো এখনও তাঁকে দেখে মুগ্ধ হতে হয়।” একজন আবার মিলিন্দকে ‘আয়রন ম্যান অফ ইন্ডিয়া আখ্যা দিয়েছেন।’

গ্ল্যামার জগতে বেছে কাজ করেন মিলিন্দ। তবে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় তিনি। অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও নানা ভিডিও আপলোড করতে থাকেন। আবার ফিটনেস নিয়ে নানা সচেতনামূলক কর্মকাণ্ডেও অংশ গ্রহণ করেন মিলিন্দ। তিনিই আবার ৫৬ বছর বয়সে মেরুদণ্ডাসন করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন । 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

[আরও পড়ুন: নূপুর শর্মাকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনায় অসন্তুষ্ট অনুপম খের, দিলেন কড়া প্রতিক্রিয়া

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement