Advertisement
Advertisement
Raktabeej 2

থাইল্যান্ডে মিমি-আবিরের রোম্যান্স জমে ক্ষীর, নতুন গানে ‘রক্তবীজ ২’- এর কোন টুইস্ট ফাঁস হল?

মিমির ‘চোখের নীলে’ হারালেন আবির!

Mimi Chakraborty, Abir Chatterjee's raktabeej 2 Song out, there's a Big twist
Published by: Sandipta Bhanja
  • Posted:September 10, 2025 11:25 am
  • Updated:September 10, 2025 12:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদী মুনিরকে পাওড়াও করতে ইগো ভুলে হাত মেলালেন সংযুক্তা-পঙ্কজ! বন্দুকবাজি, মারকাটারি অ্যাকশন ছেড়ে রোম্যান্সে মত্ত ‘রক্তবীজ ২’-এর দুই পুলিশ অফিসার। প্রেক্ষাপট থাইল্যান্ডের সমুদ্র সৈকত। নীল বিকিনিতে ‘তন্দ্রাহরণী’ মিমি চক্রবর্তী। আর তাঁর ‘চোখের নীলে’ হারিয়ে যাওয়া আবির চট্টোপাধ্যায়। নতুন গান প্রকাশ্যে এল বুধবার। এই গান দিয়েই নেটভুবনে রীতিমতো ঝড় তুলে দিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। নবাগতা সূচন্দ্রিকা গোলদারের কণ্ঠে ও অনুপম রায়ের সুরে ‘রক্তবীজ ২’র নতুন গান দর্শকদের মনে ধরেছে খুবই। 

Advertisement

Raktabeej 2

জুলাই মাসে মাখন ত্বকে বিকিনি লুকে শোরগোল ফেলে দিয়েছিলেন মিমি। যা দেখে চক্ষু ছানাবড়া হওয়া অনুরাগীরাও বলেছিলেন, “বলিউডের দীপিকা-কিয়ারা থাকলে টলিউডের আছেন মিমি।” সেসময়েই জানা যায়, ‘রক্তবীজ ২’ ছবির এক গানের দৃশ্যে মিমির এহেন উষ্ণ অবতার দেখা যাবে। তখন থেকেই ‘চাতক পাখির দশা’ অনুরাগীদের। বুধবার অবশেষে অপেক্ষার অবসান। সেই বহু প্রতীক্ষিত গান ‘চোখের নীলে’র ছোট্ট ঝলক দেখিয়েই ফের সোশাল মিডিয়ার দখল নিল উইন্ডোজ। পাশাপাশি গানের নামেই ফাঁস হল মিমির নীল বিকিনি রহস্য!

mimi and abir

দিন কয়েক আগে ‘ও বাবুর মা’ গান প্রকাশ্যে এনে ‘ভাষা বিদ্বেষে’র মাঝে দুই বাংলাকে মিলিয়ে দিয়েছিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ‘রক্তবীজ’ সিক্যুয়েলের পরবর্তী গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…’ ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। নুসরত জাহানের আইটেম ডান্স দেখে তোলপাড় রাজ্য। গত মঙ্গলবার সিনেমার তৃতীয় গান ‘দিওয়ানা বানাইসেন’-এ আবার অঙ্কুশ-কৌশানীর রোম্যান্সের ঝলক দেখা গিয়েছে। মুনীর-আয়েশার ভাব-ভালোবাসা দেখে ইতিমধ্যেই কৌতূহলী দর্শকরা। এবার নতুন গান ‘চোখের নীলে’র ঝলকে আবির-মিমির রঙিন রোম্যান্স ফের উথাল-পাথাল করে দিল নেটপাড়া। ‘রক্তবীজ’ সিক্যুয়েল যে পুজোর বক্স অফিসে দখল নিতে চলেছে, তা দর্শক-অনুরাগীদের এহেন বিপুল উন্মাদনা দেখেই বেশ বোঝা গেল।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ