সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই অবৈধ বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে হয় মিমি চক্রবর্তীকে। টানা ন’ ঘণ্টা ম্যারাথন জেরার পর জানা যায়, অভিনেত্রীর বয়ানে আপাতত সন্তুষ্ট কেন্দ্রীয় তদন্তকারীরা। চব্বিশ ঘণ্টা কাটতেই মঙ্গলবার ‘রক্তবীজ ২’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ঝলমলে উপস্থিতিতে নজর কাড়লেন অভিনেত্রী।
পরনে গোল্ডেন বেইজ রঙের কারুকাজ করা শাড়ি। সঙ্গে মানানসই ভারী গয়না। কানে ঝুমকো। খোলা চুলে ‘সংযুক্তা’ যেন আরও মোহময়ী। এককথায়, নজর ফেরানো দায় হয়ে ওঠে তাঁর দিক থেকে। শুধু বিকিনি নয়, শাড়িতেও যে তিনি অনন্যা, সেটা ‘রক্তবীজ ২’-এর হাইভোল্টেজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আবারও প্রমাণ করলেন মিমি। ইতিমধ্যেই অনুষ্ঠানের বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত টুকরো কোলাজে নেটপাড়ায় ভাইরাল। আর সেখানেই মিমির মিষ্টি হাসি মন জয় করেছে অনুরাগীদের।
View this post on Instagram
আগামী ২৬ সেপ্টেম্বর পর্দায় দুঁদে পুলিশ অফিসার হিসেবে ধরা দেবেন মিমি চক্রবর্তী। তার প্রাক্কালেই অবৈধ বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে তলব করা হয় অভিনেত্রীকে। মঙ্গলবার অঙ্কুশ হাজরাও সংশ্লিষ্ট ইস্যুতে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেন। সম্ভবত, সেই কারণেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অনুপস্থিত অঙ্কুশ। তবে অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ট্রেলারে কিন্তু সাড়া ফেলে দিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদের ‘মুনির আলম’। শুধু তাই নয়, বুধবার ট্রেলার প্রকাশ্যে আসার পরই টিম ‘রক্তবীজ ২’ বুঝিয়ে দিয়েছে পঁচিশের পুজোর বক্স অফিসে ‘সূচাগ্র মেদিনি’ ছাড়িতে নারাজ তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.