ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ যেন ইন্ডাস্ট্রির অতীত সম্পর্ক ঝালিয়ে নেওয়ার সময়! ‘ধূমকেতু’র জন্য দেব-শুভশ্রীকে একফ্রেমে পাওয়া থেকে ‘রক্তবীজ ২’তে ‘বোনুয়া’ সমীকরণ, চমকের পর চমক উপহার টলিউডের তাবড় তারকা ব্যক্তিত্বদের। এমন আবহেই সম্প্রতি একফ্রেমে ধরা দিয়ে অনুরাগী শিবিরের সেই ‘উল্লাসে’র পারদ আরও চড়িয়ে দিয়েছিলেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই রিল ভিডিও নেটভুবনে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। কিন্তু ঠিক কোন কারণে মিমি-শুভশ্রীর এহেন ‘রিইউনিয়ন’, তখনও সেটা জানা যায়নি। শারদোৎসবের তৃতীয়ায় ফাঁস হল দুই নায়িকার সেই রিল রহস্য!
এক বিজ্ঞাপনী শুটের জন্যই একফ্রেমে ধরা দিয়েছিলেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই শুটিংয়ের ফাঁকেই নেটভুবন তোলপাড় করা ওই রিল শুট করেন তাঁরা। বুধবার প্রকাশ্যে এল দুই নায়িকার বিজ্ঞাপনী লুক। সেখানেই দেখা গেল, পাশাপাশি বসে পুজোর সাজপোশাকে আলপনা দিতে ব্যস্ত টলিউডের সুপারস্টার অভিনেত্রীদ্বয়। এ যেন ‘সম্পর্কের উৎসব উদযাপন’। ক্যাপশনেও সেরকমই উল্লেখ। শারদ শুভেচ্ছা জানিয়ে লেখা- “এই দুর্গাপুজোয়, প্রতিটি বন্ধন এবং প্রতিটি ঘর শক্তিতে ভরে উঠুক।”
অতীতের মান-অভিমান যদিও অনেক আগেই ঝেড়ে ফেলেছিলেন মিমি-শুভশ্রী, তবে বছরখানেক আগে দুই অভিনেত্রীর সম্পর্কে যতিচিহ্ন পড়ার পর থেকে মাত্র একবারই এক বিজ্ঞাপনী ভিডিওর জন্য একফ্রেমে দেখা গিয়েছে তাঁদের। তবে সময়ের সঙ্গে ধীর লয়ে বদলেছে তাঁদের সমীকরণও। সম্প্রতি সেই পরিণত বন্ধুত্বের পাল তুলেই সোশাল মিডিয়ায় একটি রিল ভাগ করে নিয়েছিলেন দুই অভিনেত্রী। মাত্র তিন দিনেই ৭ মিলিয়ন ভিউয়ে রীতিমতো রেকর্ড গড়ে ফেলে মিমি-শুভশ্রী জুটি। এখন অবশ্য সেটা দশ মিলিয়ন ছাড়িয়েছে। তবে বুধবার তাঁদের পুজোর বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পর থেকে অনুরাগীরা কিন্তু মিমি-শুভশ্রী জুটিকে বড়পর্দায় একসঙ্গে দেখার আবদার রেখেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.