Advertisement
Advertisement
Mimi Subhashree

‘কবে দিমু গলায় মালা রে…’, দেবের গানে জমিয়ে নাচ মিমি-শুভশ্রীর, রাজকে খুঁজল নেটপাড়া!

নিন্দুকরা যতই ট্রোল-মিমের 'বন্দুকবাজি' করুক, প্রাক্তনেরা যে যাঁর জীবনে দিব্যি রয়েছেন।

Mimi Chakraborty, Subhashree Ganguly power packed dance, viral video
Published by: Sandipta Bhanja
  • Posted:March 19, 2025 4:36 pm
  • Updated:March 19, 2025 4:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যা। বাইপাসের ধারে এক সাত তারা হোটেলে ফিল্মফেয়ার-এর আসরে প্রাক্তন-বর্তমানরা সব একছাদের তলায় ধরা দিলেন। তবে সেই চাঁদের হাঁটে নজর কাড়়ল মিমি-শুভশ্রীর (Mimi Chakraborty, Subhashree Ganguly) সমীকরণ।

Advertisement

ফিল্মফেয়ার জলসায় জমজমাট নাচ করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাও আবার কোন গানে? দেবের ব্লকবাস্টার সিনেমা ‘রোমিও’র গানে। যে ছবিতে টলিউড সুপারস্টারের বিপরীতে অভিনয় করেছিলেন শুভশ্রী নিজে। একসময়ে দেব-শুভশ্রী জুটি বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে সম্পর্ক ভাঙার পর আর তাঁদের একফ্রেমে দেখা যায়নি। বর্তমানে যদিও ‘ধূমকেতু’ রিলিজের অপেক্ষায় অনুরাগীদের চাতকপাখির দশা! তবে উল্লেখ্য, দেব-শুভশ্রীর সিনেমার গান আজও শ্রোতা-অনুরাগীদের পছন্দের তালিকায় শীর্ষে বিরাজ করে। ‘রোমিও’ ছবির ‘কবে দিমু গলায় মালা রে…’ তার মধ্যে অন্যতম। মঙ্গলবার ফিল্মফেয়ারের মঞ্চে সেই সুপারহিট গানে নেচেই বাজিমাত করলেন শুভশ্রী। শুধু তাই নয়, পারফরম্যান্সের মাঝেই মঞ্চ থেকে নেমে মিমি চক্রবর্তীকে টেনে এনে একসঙ্গে নাচ করলেন। এই অনুষ্ঠানেই মিমির ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানেও নাচ করেছেন শুভশ্রী। এককথায়, ফিল্মফেয়ার জলসা একেবারে জমিয়ে দিয়েছিলেন রাজঘরনি।

এদিকে মিমি-শুভশ্রীর নাচের ক্যামেরাবন্দি দৃশ্য বর্তমানে নেটপাড়ায় চর্চার শিরোনামে। কেউ দেবের খোঁজ করলেন আবার কেউ বা বললেন ‘রাজদা থাকলে ষোলো কলা পূর্ণ হত!’ অভিনেত্রীর হাইভোল্ডেজ পারফরম্যান্স নিয়ে নেটপাড়া যত না উচ্ছ্বসিত, তার থেকেও বেশি তাঁদের নজর কাড়ল দেবের গান। সময়ের ধুলোয় চাপা পড়ে যাওয়া অতীত সমীকরণ খুঁড়ে বের করল নেটপাড়ার একাংশ। বিচ্ছেদের পর একসময়ে টলিপাড়ার জুটিদের সম্পর্কের সমীকরণ প্রায় ‘চা-পিঁয়াজি’র পর্যায়ে নামিয়ে এনেছিলেন সমালোচকরা থুড়ি, নেটপাড়ার নীতি-পুলিশেরা। ট্রোল-মিমেরও অন্ত ছিল না। অনুরাগীদের একাংশ আবার ফিল্মফেয়ারে দেবের সিনেমার গানে মিমি-শুভশ্রীর নাচ দেখে সেকথাও মনে করিয়ে দিয়েছেন। তবে নিন্দুকরা যতই ট্রোল-মিমের ‘বন্দুকবাজি’ করুক না কেন, প্রাক্তনেরা যে যাঁর জীবনে দিব্যি রয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

একসময়ে ছিলেন ‘বেস্ট ফ্রেন্ড’। তবে রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের জেরে মিমি-শুভশ্রীর বন্ধুত্বে ভাঙন ধরে। টলিপাড়ায় কান পাতলে অবশ্য বছর খানেক আগে এমনটাই শোনা যেত। মিমি চক্রবর্তীর সঙ্গে রাজ চক্রবর্তীর প্রেম-বিচ্ছেদের ঘটনা ইন্ডাস্ট্রির অন্দরমহলের পাশাপাশি আমজনতারাও অজানা নয়। সেই সময়ে টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যেত, কোনও পার্টিতে দেখা হলে নাকি একে-অপরকে এড়িয়ে যেতেন! তবে সময় সব ক্ষততেই মলমের প্রলেপ দেয়। মিমি-শুভশ্রীর ক্ষেত্রেও সম্ভবত তার অন্যথা হয়নি। শুভশ্রী তো বটেই, এমনকী রাজের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বর্তমানে মিমির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ