Advertisement
Advertisement
Mimi Chakraborty-Subhashree Ganguly

মিমি-শুভশ্রীর ‘রিল রেকর্ড’, ‘দুই পৃথিবী সিক্যুয়েলের কাস্টিং লক’, প্রস্তাব কোন প্রযোজকের?

মাত্র ৩ দিনেই কত মিলিয়ন 'ভিউ' হল জানেন?

Mimi Chakraborty, Subhashree Ganguly's viral reel sets record
Published by: Sandipta Bhanja
  • Posted:September 6, 2025 3:32 pm
  • Updated:September 6, 2025 4:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ যেন ইন্ডাস্ট্রির অতীত সম্পর্ক ঝালিয়ে নেওয়ার সময়! ‘ধূমকেতু’র জন্য দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন থেকে একছবিতে ‘বোনুয়া’ সমীকরণ, চমকের পর চমক উপহার টলিউডের তাবড় তারকা ব্যক্তিত্বদের। সম্প্রতি একফ্রেমে ধরা দিয়ে অনুরাগী শিবিরের সেই ‘উল্লাস’ আরও বাড়িয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Mimi Chakraborty-Subhashree Ganguly)। অতীতের মান-অভিমান যদিও অনেক আগেই ঝেড়ে ফেলেছিলেন, তবে বছরখানেক আগে দুই অভিনেত্রীর সম্পর্কে যতিচিহ্ন পড়ার পর থেকে মাত্র একবারই এক বিজ্ঞাপনী ভিডিওর জন্য একফ্রেমে ধরা দিয়েছিলেন মিমি-শুভশ্রী। তবে সময়ের সঙ্গে ধীর লয়ে বদলেছে তাঁদের সমীকরণও। সম্প্রতি সেই পরিণত বন্ধুত্বের পাল তুলেই সোশাল মিডিয়ায় একটি রিল ভাগ করে নিয়েছিলেন দুই অভিনেত্রী। মাত্র তিন দিনেই ৭ মিলিয়ন ভিউয়ে রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে মিমি-শুভশ্রী জুটি। আর সেই উন্মাদনা দেখেই ‘দুই পৃথিবী’র সিক্যুয়েলের জল্পনা উসকে দিলেন টলিপাড়ার তাবড় প্রযোজক।

Advertisement

২০১০ সালের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘দুই পৃথিবী’। যে ছবিতে একফ্রেমে ‘হিরোগিরি’ দেখিয়েছিলেন টলিউডের দুই তাবড় তারকা দেব-জিৎ। আর সেই সুপারস্টার ম্যাজিকে ভর করেই ছক্কা হাঁকিয়েছিল রাজের অ্যাকশন ফিল্ম। তার পর পনেরো বছর কেটে গেলেও আজও বাংলার সিনেপ্রেমীরা সেই ছবির সিক্যুয়েল দেখার জন্যে মুখিয়ে রয়েছেন। এবার দেব-শুভশ্রী জুটির রিল দেখে এসভিএফ প্রযোজক মহেন্দ্র সোনির মন্তব্য, ‘নাও দুই পৃথিবী ২’-এর কাস্টিং লক!’ যদিও প্রযোজক রসিকতা করেই এহেন মন্তব্য করেছিলেন। তবে অনুরাগীরা তাতে বেশ আশাবাদী। সোশাল মিডিয়াতেই রাজ চক্রবর্তীর কাছে সিক্যুয়েল তৈরির আবদার রেখেছেন তাঁরা। এবার প্রশ্ন, পরিচালক কি সেই আবদার রাখবেন?

প্রসঙ্গত, রাজ চক্রবর্তী বর্তমানে ‘হোক কলরব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে ওম সাহানি-সহ একঝাঁক নতুন মুখ রয়েছে। উল্লেখ্য, মিমি-শুভশ্রী কিন্তু বিগত বছরগুলিতে একে-অপরের প্রতি সৌজন্য বজায় রেখেছেন। ইউভান এবং ইয়ালিনীর জন্মের পর তাঁদের জন্য উপহার পাঠিয়েছিলেন মিমি চক্রবর্তী। আবার মিমির জন্মদিনে পালটা ফুলের তোড়া, কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন শুভশ্রী। যেখানে লেখা ছিল ইউভান-ইয়ালিনীর নাম। এবার রিলে মিমির সঙ্গে দীপিকা পাড়ুকোনের তুলনা টেনে শোরগোল ফেলে দিলেন রাজঘরনি। পালটা ইউভান-ইয়ালিনীর মায়ের গালে চুম্বন করে আদর জানাতে ভোলেননি মিমিও। আর দুই অভিনেত্রীর এহেন মিষ্টি সমীকরণের জেরেই ৭০ লক্ষ বার এই রিল দেখল নেটভুবন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ