Advertisement
Advertisement
Mir Afsar Ali

বাহ উস্তাদ! ইদে মায়ের হেঁশেল থেকে ‘বিরিয়ানি সংবাদ’ নিয়ে হাজির মীর

ইদ স্পেশাল মীর আফসার আলির বাড়িতে এলাহি আয়োজন।

Mir Afsar Ali celebrating Eid, shares Biriyani glimpse from Mom's kitchen
Published by: Sandipta Bhanja
  • Posted:April 11, 2024 6:35 pm
  • Updated:April 11, 2024 6:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের পাতে বিরিয়ানি থাকবে না, তাই কখনও হয়? ফি বছর মায়ের হেঁশেল থেকে ‘বিরিয়ানি সংবাদ’ শেয়ার করেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। এবারও অন্যথা হল না। সঞ্চালক-অভিনেতা দিলেন হাঁড়ির খবর। এক হাড়ি বিরিয়ানি নিয়ে ছবি পোস্ট করতেই মীর অনুরাগীদের উল্লাস, ‘বাহ উস্তাদ’! তাঁর সোশাল মিডিয়া পোস্টের কমেন্ট সেকশনে ইদের শুভেচ্ছার জোয়ার। বিরিয়ানি খাওয়ার আবদার জানালেন লোপামুদ্রা মিত্রও।

Advertisement

খুশির ইদ। বৃহস্পতিবার সকাল থেকেই নেটদুনিয়ায় শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে চলেছে। হেঁশেল থেকে আসা সিমুই আর বিরিয়ানির গন্ধ। আসলে উৎসব মানেই তো পরিবার-বন্ধুদের নিয়ে আড্ডা, খাওয়া-দাওয়া। নতুন পোশাকে সাজা। আর ইদ মানেই বাড়ির গুরুজনদের সেলামির পর ছোটদের হাতে তুলে দেওয়া ‘ইদি’। দুপুরবেলাই মায়ের রাঁধা এক হাঁড়ি বিরিয়ানির ছবি পোস্ট করেছেন মীর আফসার আলি।

[আরও পড়ুন: ইদে যশের জন্য রকমারি মোঘলাই পদ রাঁধলেন নুসরত, তবুও কেন মনখারাপ নায়িকার?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

প্রতিবার এইদিনে সঞ্চালক-অভিনেতার ‘আম্মি’ পরিবার-পরিজন, বন্ধুদের জন্য কিলো কিলো বিরিয়ানি রাঁধেন। ফি বছরই এবারেও তার অন্যথা হল না। ইদ স্পেশাল মীর আফসার আলির বাড়িতে এলাহি আয়োজন। ট্রে ভর্তি জিলিপি হাতেও দেখা গেল তাঁকে। সঞ্চালক অভিনেতা আবার সেই ছবি পোস্ট করে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “কে কে খাবে হাত তোলো?” আর তাতেই মীর অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

[আরও পড়ুন: ইফতারে ডেকে ‘মারধর’ মুনাওয়ার ফারুকিকে! মাথায় ডিম ছুড়ে পুলিশি বিপাকে রেস্তরাঁর মালিক]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ