Advertisement
Advertisement
Mithu Chakraborty

ক্যানসার জয় করে ফের পুরোদমে অভিনয়ে ফিরতে চান মিঠু চক্রবতী

অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে শংকরের মায়ের চরিত্রে।

Mithu Chakraborty is getting prepared for her comeback

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:June 6, 2025 4:44 pm
  • Updated:June 6, 2025 5:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক বছরের বেশি সময় ধরে শুটিং ফ্লোর থেকে দূরে মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty)। শারীরিক অসুস্থতার জন্যই কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। প্রবীণ অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে প্রধান চরিত্র শংকরের মায়ের চরিত্রে। কিন্তু সেই ধারাবাহিকে কাজ করতে করতেই ক্যানসার ধরা পড়ে তাঁর। শুরু হয় প্রথম ধাপের ক্যানসারের চিকিৎসা। কাজ থেকে বিরতি নেন সব্যসাচীজায়া। তবে এবার মারণ রোগকে জয় করে অভিনয়ে ফিরতে চাইছেন তিনি।

Advertisement

দীর্ঘ চিকিৎসার পর এবার একটু একটু করে জীবনের চেনা ছন্দে ফিরছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। এই একটা বছর যে দূরত্ব তৈরি হয়েছে ক্যামেরা ও শুটিং ফ্লোরের সঙ্গে সেটা এবার একেবারে মিটিয়ে নিতে চাইছেন। অপেক্ষা করছেন ভালো সুযোগের। মনের মতো কাজের সুযোগ এলেই ফিরবেন পর্দায়।

কাজের মধ্যেই থাকতে ভালোবাসেন মিঠু (Mithu Chakraborty)। সম্প্রতি অভিনেতা স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে একটি বিজ্ঞাপনের শুট সেরেছেন। তবে এবার কিছু সময়ের জন্য নয়, বরং পুরোদমে কাজ করতে চাইছেন তিনি। ফিরতে চাইছেন শুটিং ফ্লোরে। সংবাদমাধ্যমকে মিঠু জানিয়েছেন, কেমোথেরাপির একটা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছেই। তিনমাস অন্তর চিকিৎসকের কাছে যেতে হবে। আপাতত বই পড়ে, সেলাই করে অবসর কাটাচ্ছেন বাড়িতেই। সবসময় সঙ্গে রয়েছেন স্বামী সব্যসাচী চক্রবর্তী। আপাতত চিকিৎসক গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন, তাই মাঝে মাঝে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন। চলে যাচ্ছেন নাতি-নাতনির সঙ্গে দেখা করতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ