সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সুপারস্টার রজনীকান্ত ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘জেলার’ ছবির সিক্যুয়েল ‘জেলার ২’ ছবিতে দর্শক দেখতে পাবেন এবার দুই সুপারস্টারের ম্যাজিক। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিংয়ের কাজ। ছবির পরিচালক নেলসন দিলীপকুমার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী এবং চলতি সপ্তাহেই এই ছবিরশুটিংয়ে যোগ দেবেন সুপারস্টার রজনীকান্ত। জানা যাচ্ছে, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। শুধু তাই নয় ভারতীয় চলচ্চিত্র জগতে এ এক অন্য মাইলস্টোন তৈরি করবে বলেও মনে করা হচ্ছে। এর আগে মিঠুন চক্রবর্তীর ছবি ‘ভ্রষ্টাচার’ ও ‘ভাগ্য বিধাতা’তে ক্যামিও চরিত্রে ধরা দিয়েছিলেন রজনীকান্ত। এয়ার একসঙ্গে দেখা যাবে তাঁদের দু’জনকে।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলর’। যা বিশ্বব্যাপী ৬০০ কোটির ব্যবসা করেছিল। এবার এই ছবির সিক্যুয়েলের শুটিং হবে চেন্নাই-সহ দেশের বিভিন্ন জায়গায়। নতুন ছবির শুটিং শুরুর পাশাপাশি বক্স অফিসে অন্যদিকে মাজিক দেখাচ্ছে রজনীকান্তের ছবি ‘কুলি’। বরাবরের মতোই থ্রিলার-অ্যাকশন ঘরানার এই ছবিতে স্বকীয় রজনীকান্ত। ১৪ আগস্ট মুক্তির পর এই ছবির বক্স অফিস কালেকশন মাত্র চারদিনেই বিশ্বব্যাপী ৪০০ কোটি। এবার নতুন আরও এক ছবিতে দুই সুপারস্টারকে একসঙ্গে দেখার অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন ভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.