সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে মালয়ালম মেগাস্টার মোহনলালের হাতে তুলে দেওয়া হল দাদাসাহেব ফালকে পুরস্কার। দক্ষিণী, হিন্দি সিনেইন্ডাস্ট্রি মিলিয়ে ফিল্মি কেরিয়ারে চারশোর বেশি সিনেমা। ভারতীয় সিনেজগতে অনবদ্য অবদানের জন্য দক্ষিণী মেগাস্টারকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
পরনে দক্ষিণের ঐতিহ্যবাহী সোনালি পাড়ের সাদা ধুতি-পাঞ্জাবি। জাতীয় পুরস্কারের মঞ্চেও নিজস্ব প্রাদেশিক সংস্কৃতি তুলে ধরলেন মোহনলাল। উল্লেখ্য, এর আগে সেরা অভিনেতা হিসেবে দু’ বার জাতীয় পুরষ্কার পেয়েছেন তিনি। সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে দর্শককে নিজের অভিনয়গুনে মুগ্ধ করে এসেছেন ভারতীয় সিনেদর্শককে। তাঁর প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। কেরল থেকে তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি সিনেমার পর্দায় চারশোর বেশি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন মোহনলাল। তাঁর অভিনয়, সিনেমা বর্তমান প্রজন্মের কাছে ব্যাকরণসম। মালয়ালম সিনেইন্ডাস্ট্রির সেই মেগাস্টারকেই মঙ্গলবার ভারতীয় সিনেদুনিয়ার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হল জাতীয় পুরস্কারের মঞ্চে। আর এদিন রাষ্ট্রপতিকে সাক্ষী রেখেই সেই পুরস্কার তিনি উৎসর্গ করলেন মালয়ালি সিনে ইন্ডাস্ট্রিকে।
পুরস্কৃত মোহনলালের মন্তব্য, রাজ্যের সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় দাদাসাহেব পুরস্কারবিজয়ী হিসেবে আমি মনে করি, এই জয় আমার একার নয়, গোটা মালয়ালম ইন্ডাস্ট্রির। আমাদের সৃজনশীলতার উত্তরাধিকারের প্রতীক এই সম্মান। মোহনলালের দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হওয়ায় উচ্ছ্বসিত অমিতাভ বচ্চনও। এক্স হ্যান্ডেলে মালয়ালম ভাষায় পোস্ট করে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পোস্টে বিগ বি’র উল্লেখ,”আমি খুশি মোহনলালজি, আপনি দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। ভীষণ আনন্দ হচ্ছে এবং এটাই শিল্পীর সর্বোচ্চ স্বীকৃতি। আন্তরিক অভিনন্দন। আমি আপনার কাজ এবং শিল্পীসত্ত্বার মহান ভক্ত। আপনার অজেয় প্রতিভা দিয়ে এভাবেই আমাদের গর্বিত করতে থাকুন এবং আমাদের সকলের জন্য ‘পাঠ’ হয়ে থাকুন। শ্রদ্ধার এবং গর্বের সঙ্গে আমি আজীবন আপনার একনিষ্ঠ ভক্ত হয়েই থাকব।”
২০২৩ সালের দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। এপ্রসঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, “মোহনলালের অসাধারণ সিনেসফর দুই প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে আসছে। ভারতীয় সিনেমায় প্রশংসনীয় অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক তথা প্রযোজককে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।” শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে মোহনলালের সঙ্গে অতীত ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছিলেন, “মোহনলাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী। বিগত কয়েক দশক ধরে নিজের কাজের মাধ্যমে দর্শককে সমৃদ্ধ করেছেন। মালায়ালাম সিনেমার পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় এবং হিন্দি ছবিতেও অসাধারণ অভিনয় করেছেন। কেরালার সংস্কৃতির প্রতিও তাঁর গভীর অনুরাগ। বিভিন্ন মাধ্যমে তাঁর এই অভিনয় প্রতিভা সত্যিই অনুপ্রেরণা জোগায়।” মঙ্গলবার
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.