Advertisement
Advertisement
Parineeti Chopra

সন্তান আগমনের দিন গুনছেন রাঘব-পরিণীতি, তার আগে মুম্বই ছেড়ে কোথায় গেলেন নায়িকা?

অনেকের মনেই প্রশ্ন জাগছে যে, এইসময় হঠাৎ কথায় গেলেন তিনি?

Mom-to-be Parineeti Chopra in Delhi ahead of delivery of first child:
Published by: Arani Bhattacharya
  • Posted:October 18, 2025 9:57 pm
  • Updated:October 18, 2025 9:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দুই থেকে তিন হওয়ার পালা। রাঘব-পরিণীতির সংসারে আসতে চলেছে খুদে সদস্য। ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের সুখবর জানিয়েছেন আগেই পরণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা দু’জনেই। সুখবর দেওয়ার পর থেকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি পরিণীতিকে। এবার সন্তান আসার আগেই স্বামীর সঙ্গে মুম্বই ছাড়লেন তিনি।

Advertisement

অনেকের মনেই প্রশ্ন জাগছে যে, এইসময় হঠাৎ কথায় গেলেন তিনি? আসলে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে মুম্বইয়ের বাড়িতেই ছিলেন পরিণীতি। শোনা যাচ্ছে, এবার নাকি মুম্বই ছেড়ে স্বামীর সঙ্গে দিল্লিতে উড়ে গিয়েছেন নায়িকা। সেখানেই নাকি ভূমিষ্ঠ হবে রাঘব-পরিণীতির সন্তান। শুধু তাই নয় এইসময় স্ত্রীর যাতে যত্নে কোনও খামতি না হয় সেই জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাঘব। আর সেসব ভেবেই নাকি দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে পরিণীতিকে।

উল্লেখ্য, ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর মিষ্টি পোস্ট করে আগস্টেই সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। তাতে লেখা ছিল ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, “আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।” এছাড়া দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি অনুরাগীরা। আপাতত নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন হবু বাবা-মা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ