Advertisement
Advertisement
Raktabeej 2

imdb রেটিংয়ের শীর্ষে ‘রক্তবীজ ২’, দর্শকের চাহিদায় টেক্কা দিল বলিউডের অক্ষয়-শাহরুখপুত্রকেও!

imdb রেটিংয়ের কত নম্বরে দেবের 'রঘু ডাকাত'?

Most anticipated movie Raktabeej 2 trending in imdb rating
Published by: Sandipta Bhanja
  • Posted:September 11, 2025 4:25 pm
  • Updated:September 11, 2025 4:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেবাজারে বলিউড-দক্ষিণের ‘দাদাগিরি’তে আঞ্চলিক ভাষার সিনেমাগুলির প্রায় ‘খাবি খাওয়া’ পরিস্থিতি! ধোপে টিকতে দক্ষিণী সিনেমার চোখ রাঙানির মাঝে বলিউডও মুহুর্মুহু হুঙ্কার ছোড়ে কতিপয় ছবি দিয়ে। উপরন্তু মেগাবাজেট হিন্দি সিনেমার গুঁতোয় কখনও ভালো ব্যবসা করা বাংলা ছবিকে প্রেক্ষাগৃহ থেকে উৎখাত করা হয়েছে, আবার কখনও বা ব্যবসার স্বার্থে বলিউডের দৌড়াত্ম্যে বাংলা সিনেমার শো কমিয়ে দেওয়া হয়েছে মারাত্মক হারে। এবার ‘রক্তবীজ ২’ দিয়ে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিকে যোগ্য জবাব দিল টলিউডের ‘হিটমেশিন পরিচালকদ্বয়’ নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Advertisement

raktabeej

তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবারও পঁচিশের পুজোর পর্দা কাঁপানোর জন্যেও প্রস্তুত টিম ‘রক্তবীজ ২’। ইতিমধ্যেই সিনেমার টিজার, গানের ঝলক সাড়া ফেলে দিয়েছে নেটভুবনে। গতবার বাংলার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকমহলেও ‘রক্তবীজ’-এর উন্মাদনার বীজ বপন করেছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। সিক্যুয়েলের ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তেমন পূর্বাভাসই পাওয়া গেল imdb-র বহু প্রতীক্ষিত ভারতীয় সিনেমার তালিকায়। যেখানে টলিউডের বাকি তিন পুজো রিলিজকে টেক্কা দেওয়ার পাশাপাশি একযোগে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি এবং বলিউডকেও দৌড়ে পিছনে ফেলে দিয়েছে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীদের ছবি। তালিকার শীর্ষে রয়েছে ‘রক্তবীজ ২’-এর নাম। অন্যদিকে চতুর্থ স্থানে দেব-ধ্রুব বন্দ্যোপাধ্যায় জুটির ‘রঘু ডাকাত’। তবে চমকপ্রদ বিষয় হচ্ছে, বহু প্রতীক্ষিত সিনেমা-সিরিজের তালিকায় শাহরুখপুত্র আরিয়ান খানের মেগাবাজেট নেটফ্লিক্স প্রজেক্ট ‘ব্যাডস অফ বলিউড’ এবং অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসির হিট ফ্র্যাঞ্চাইজি ‘জলিএলএলবি থ্রি’র থেকেও দর্শকের চাহিদায় এগিয়ে রয়েছে টলিউডের ‘রক্তবীজ ২’। এক্ষেত্রে ‘মেড ইন বেঙ্গল’ বলে বুক ফুলিয়ে গর্ব করতেই পারে বাংলা সিনেইন্ডাস্ট্রি!

Dev's Raghu Dakat's Joy Kali music video out, watch

প্রসঙ্গত, বছর দুয়েক আগে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিক্যুয়েলেও যে দর্শকদের জন্য সারপ্রাইজ রয়েছে, তা ইতিমধ্যেই ডিটার, গানের ঝলকে বেশ আন্দাজ করা গিয়েছে। সন্ত্রাসবাদী মুনিরকে শায়েস্তা করতে এবার পঙকজ-সংযুক্তা কোন ফন্দি এঁটেছে, তা জানতে অপেক্ষা করতে হবে ২৬ সেপ্টেম্বর অবধি। কারণ সেদিনই বড়পর্দায় আছড়ে পড়বে ‘রক্তবীজ’-এর সিক্যুয়েল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ