Advertisement
Advertisement
Raktabeej

imdb রেটিংয়ে ৩ নম্বরে ‘রক্তবীজ’, বলিউড-দক্ষিণী ছবির সঙ্গে পাল্লা দিচ্ছে টলিউড?

লিস্টে নেই 'বাঘা যতীন'! কত নম্বরে 'দশম অবতার'?

Most anticipated movie Raktabeej trending in imdb rating | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 6, 2023 2:53 pm
  • Updated:October 6, 2023 2:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারী উত্তর পর্ব থেকেই খবর বাংলা সিনেমা নাকি হালে পানি পাচ্ছে না! উপরন্তু ভারতীয় সিনেবাজারে দক্ষিণী সিনেমার চোখ রাঙানিতে বলিউডও মুহুর্মুহু হুঙ্কার ছুঁড়ছে কতিপয় ছবি দিয়ে। এদিকে আঞ্চলিক ভাষার সিনেমাগুলো প্রায় খাবি খাচ্ছে পরিস্থিতি! ইন্টারনেটের কেরামতিতে বিশ্বের সিনেআঙিনার সঙ্গে দর্শকরা এখন ভালোই পরিচিত। সেই প্রেক্ষিতে অনেকেই বাংলা ছবির কন্টেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন অনবরত। এমতাবস্থায়, imdb-র মার্কশিটে ঝকঝকে নম্বর ‘রক্তবীজ'(Raktabeej) -এর।

Advertisement

নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ছবির টিজার দেখেই কৌতুহল ছিল তুঙ্গে। প্রতিবারের মতো এবারও যে টলিউডের ‘হিট মেশিন’ জুটি আবারও বাজিমাত করতে চলেছেন, তা বেশ আন্দাজ করা গিয়েছিল। ট্রেলার রিলিজের পর যেন সেই উত্তেজনাতেই বারুদ পড়ল। ২৪ ঘণ্টার মধ্যে ‘এক্স’ হ্যান্ডেলে হইচই করে তৃতীয় স্থান দখল করার পাশাপাশি এবার imdb-তেও ভারতীয় সিনেবাজারে বহু প্রতীক্ষিত সব ছবির তালিকায় তিন নম্বরে রয়েছে ‘রক্তবীজ’।

প্রসঙ্গত, চলতি বছর পুজোর মরসুমে (Durga Puja Release 2023) চার-চারটি বাংলা ছবি রিলিজ করছে। প্রত্যেকটা সিনেমারই তারকাখচিত কাস্টিং। ‘রক্তবীজ’-এ যেখানে মিমি-আবির ও ভিক্টর রয়েছেন, সেখানে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকামুখ। এছাড়াও দেবের ‘বাঘা যতীন’ এবং কোয়েল মল্লিকের ‘জঙ্গলে মিতিন মাসি’ রয়েছে।

[আরও পড়ুন: CPR দিয়ে অসুস্থ পথচারীর প্রাণ বাঁচালেন গুরমিত, অভিনেতার মানবিকতায় কুর্নিশ নেটপাড়ার]

বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে imdb-র রেটিং চার্টে বাকি তিনটি বাংলা ছবির থেকে এগিয়ে গেল ‘রক্তবীজ’। সেই তালিকায় নেই ‘বাঘা যতীন’, ‘জঙ্গলে মিতিন মাসি’। তবে ৯ নম্বরে রয়েছে ‘দশম অবতার’। তবে পয়লা নম্বরে দক্ষিণী ছবি ‘লিও’। আর দ্বিতীয় স্থানে টাইগার শ্রফের ‘গণপত’। অতঃপর চলতি মরসুমে যে বলিউড ও দক্ষিণী ছবির সঙ্গে টলিউডও পাল্লা দিচ্ছে, তা বেশ বোঝা যাচ্ছে। এবার দেখার পালা পুজোর বক্স অফিসে কার ক্যাশবাক্স উপচে পড়ে?

[আরও পড়ুন: ‘চেষ্টা করেও বন্যায় ত্রাণ দিতে পারছি না, কী দুরাবস্থা’! হিমাচল সরকারকে তোপ ভূমিকন্যা কঙ্গনার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ