সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মাঝরাতে ‘পীঠস্থান’ মন্নতের বাইরে ভিড় জমিয়েছিলেন শাহরুখ খান অনুরাগীরা (SRK Birthday)। কারও হাতে প্ল্যাকার্ড, কারো হাতে ফুল, কেক… যেন একঝলক ‘ঈশ্বরদর্শন’ করার মতো। মন্নতের বাইরে উন্মত্ত জনসমুদ্রের ঢেউ। রাত-বিরেতে বলিউড সুপারস্টারের বাড়ির বাইরে এমন ভিড় সামাল দিতে বেগ পেতে হয় মুম্বই পুলিশকেও। আর সেই সুযোগেই পকেটমারের কেল্লাফতে!
প্রিয় অভিনেতার জন্মদিনে তাঁকে একঝলক দেখতে গিয়েই ‘কেলোর কীর্তি’! মাশুল গুনতে হল ১৭জন ভক্তকে। ভিড়ে ঠাসা জমায়েতের মধ্যে খোয়া গেল মোবাইল। বাদশার ক্যারিশ্মায় মুগ্ধ ভক্তদের পকেটে হাত দিতেই ফিরল সম্বিত। ফোন উধাও। এক জাতীয় সংবাদপত্রের ফটোগ্রাফারই প্রথমে স্থানীয় বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে গিয়ে জানতে পারেন, তার মতো আরও অনেক ভক্তরাই এই একই অভিযোগ নিয়ে এসেছিলেন। নয় নয় করেও অন্তত ১০ জনের বেশি। পরে মুম্বইয়ের প্যারেলের বাসিন্দা এক যুবকও থানায় অভিযোগ জানাতে যান। তখনই জানা যায়, সব মিলিয়ে মোট ১৭ জনের মোবাইল খোয়া গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।
প্রসঙ্গত, ২ নভেম্বর। অনুরাগীদের কাছে উৎসবের মতোই। গুরুর জন্মদিন বলে কথা! ফি বছর এই দিনে মন্নতের সামনে ভিড় করেন ভক্তরা। জনতার উচ্ছ্বাসের বাঁধ কিছুতেই যেন মানতে চাইছিল না! মন্নতের বারান্দায় এসে শাহরুখ চিরাচরিত সিগনেচার পোজে দু’হাত ছড়াতেই অনুরাগীদের সে কী উল্লাস! শাহরুখ… শাহরুখ.. গগনভেদী চিৎকার। বারান্দায় দাঁড়িয়ে থাকা কিং খানকে দেখতে প্রায় ব্যারিকেট ভেঙে যাওয়ার জোগাড় হয়েছিল। পরিস্থিতি বিপাকে দেখেই পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। মাঝরাতে প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে পুলিশের লাঠির ঘা খেতে হল অনেককে। আর শুক্রবার শোনা গেল, কিং খানকে দেখতে গিয়ে ১৭ জনের পকেট থেকে চুরি গিয়েছে মোবাইল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.