সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখির আগের রাতেই খুন হুমা কুরেশির ভাই আসিফ কুরেশি। বৃহস্পতিবার রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় রোমহর্ষক ঘটনা। বাড়ির সামনে বেআইনি পার্কিং নিয়ে প্রতিবেশী দুই যুবকের সঙ্গে বচসায় জড়ান হুমার ভাই। বাকবিতণ্ডা, হাতহাতির মাঝেই আসিফ কুরেশির শরীরে বারংবার ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে ওই দুই যুবক। পাশেই দাঁড়িয়ে থাকা হুমার ভ্রাতুষ্পুত্র বাধা দিতে যান। তবে শেষরক্ষা আর হয়নি! তাঁর স্বামীকে বাঁচানো যায়নি। কীভাবে খুন করা হয় আসিফ কুরেশিকে? সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে।
সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দুই অভিযুক্ত হুমার ভাইয়ের কলার ধরে বচসা জুড়েছে। আসিফ তাদের বলেন স্কুটারগুলি তাঁদের বাড়ির গেটের সামনে থেকে সরিয়ে নিতে। এরপরই বাকবিতণ্ডা তুঙ্গে পৌঁছয়। ভিডিওতে দেখা যায়, আসিফকে মাটিতে ফেলে বেধড়ক মার শুরু করে ওই দুই প্রতিবেশী যুবক। শুধু তাই নয়, পকেট থেকে স্ক্রু ড্রাইভার গোছের ধারাল অস্ত্র বের করে আসিফের শরীরে এলোপাথারি কোপ বসানো শুরু করে তারা। এরপর গুরুতর জখম অবস্থায় হুমার তুতোভাই আসিফ কুরেশিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট ঘটনয় মুখ খুলেছেন হুমার বাবা সালিম কুরেশি। তিনি জানিয়েছেন, “আমার ভাইপো শুধু ওদের স্কুটার সরাতে বলেছিল। ওই দুটো ছেলে আমার ভাইপোকে মেরে ফেলল।”
প্রসঙ্গত, অভিনেত্রীর ভাই আসিফ কুরেশি দিল্লির জংপুরার নিজামুদ্দিন এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। বৃহস্পতিবার রাত। ঘড়ির কাঁটায় রাত সাড়ে ১০টা। দিল্লি পুলিশ সূত্রে খবর, সেই সময় দু’জন যুবক স্কুটারে চড়ে তাঁর বাড়ির সামনে আসে। ঠিক প্রবেশপথের মুখে স্কুটার রাখতে যায়। তাতে বাধা দেন অভিনেত্রীর ভাই। সেই সময় এক যুবক নিজের কাছে থাকা ধারালো ছুরি বের করে। আসিফ কুরেশির বুকে এলোপাথাড়ি ছুরি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যে সব শেষ। মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
VIDEO | Actor Huma Qureshi’s cousin, Asif Qureshi, was stabbed to death following a dispute over parking in southeast Delhi’s Bhogal area on Thursday. Two teenagers have been apprehended in connection with the incident. CCTV visuals of the incident.
(Viewers…
— Press Trust of India (@PTI_News)
এদিকে অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। তড়িঘড়ি ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা বছর উনিশের উজ্জ্বল এবং আঠারো বছর বয়সি গৌতম। এই ঘটনায় শোকস্তব্ধ নিহতের স্ত্রী। তিনি বলে, “পার্কিং নিয়ে বচসা চলছিল। তবে আচমকা যে এত বড় কাণ্ড ঘটে যাবে, তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি।” ঘটনার জেরে শোকে পাথর হুমা কুরেশির বাবা এবং কাকাও। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.