Advertisement
Advertisement
Nari Charitra Bejaye Jotil

জটিল নারী আর সরল পুরুষের গল্প অঙ্কুশ-ঐন্দ্রিলা, কবে মুক্তি পাবে ‘নারী চরিত্র বেজায় জটিল’?

জানানো হল ছবি মুক্তির দিনক্ষণ।

Nari Charitra Bejaye Jotil film annouced release date
Published by: Arani Bhattacharya
  • Posted:August 16, 2025 9:30 pm
  • Updated:August 16, 2025 9:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পর্দায় একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনকে। ছবির নাম ‘নারী চরিত্র বেজায় জটিল’। রমকম ঘরানার এই ছবি ঘিরে দর্শকের মনে এক আলাদা উন্মাদনা তৈরি হয়ে রয়েছে বহু দিন ধরেই। অনেকেই তার সঙ্গে কৌতূহল প্রকাশ করেছেন যে কবে মুক্তি পাবে এই ছবি? এবার সেই নয়ে এল বড়সড় আপডেট। জানানো হল এই ছবি মুক্তির দিনক্ষণ।

Advertisement

বাঙালির ভালোবাসার দিনেই মুক্তি পাবে এই ছবি। অর্থাৎ আগামী সরস্বতী পুজোয় ভালোবাসার এই ছবি মুক্তি পাবে। জন্মাষ্টমীর শুভ দিনে সেই ঘোষণা করা হল ছবির টিমের তরফে। যদিও এই ছবির নাম থেকে বাঙালির মনে পড়ে যায় কিশোর কুমারের কণ্ঠে ‘ওগো বধূ সুন্দরী’ ছবির গানে উত্তম কুমারের অভিনয়। যা আজও শ্রোতা-অনুরাগীদের কাছে ‘হিট’। চলতি বছর নারী দিবসে নতুন সিনেমার ঘোষণা করেন টলিপাড়ার ‘মির্জা’। প্রেম দিবসে অঙ্কুশ জানিয়েছিলেন তিনি নতুন ছবি নিয়ে আসছেন। নারী দিবসে নারী বেষ্টিত হয়ে সেই সিনেমার পোস্টার প্রকাশ্যে আনেন তিনি। যেখানে রুদ্রমূর্তি ঐন্দ্রিলার পায়ের কাছে কানে আঙুল দিয়ে মুখ ব্যাজার করে বসে থাকতে দেখা গেল অঙ্কুশকে। এই ছবিতে সে অবোধ ঝন্টু। মা-বোন, স্ত্রীয়ের আবদারে প্রাণ ওষ্ঠাগত তাঁর। অভিনেতার শেয়ার করা পোস্টারেই দেখা গিয়েছিল, সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কে। বোঝাই গেল যে, এই ছবিতে তাঁরা গুরুত্বপূর্ণ সব ভূমিকায় অভিনয় করেছেন।

 

‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার প্রযোজনায় অঙ্কুশের প্রযোজনা সংস্থা। পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে ‘মির্জা’ পরিচালক সুমিত সাহিলের উপর। অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত এই সিনেমা যে রম-কম ঘরানার হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল পোস্টারেই। অ্যাকশন অবতারে ধরা দেওয়ার পর এবার আদ্যোপান্ত পারিবারিক বিনোদনমূলক সিনেমা নিয়ে আসছেন প্রযোজক-অভিনেতা অঙ্কুশ হাজরা। এখন অপেক্ষা ছবি মুক্তির।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ