Advertisement
Advertisement
Nawazuddin Siddiqui

অরিজিৎ সিংয়ের ছবিতে নওয়াজউদ্দিন, পঙ্কজ ত্রিপাঠী, বাংলার কোথায় শুটিং করবেন দুই তাবড় অভিনেতা?

গায়ক-পরিচালকের ছবিতে মহাচমক!

Nawazuddin, Pankaj Tripathi in Arijit Singh helmed film
Published by: Sandipta Bhanja
  • Posted:August 18, 2025 9:02 pm
  • Updated:August 18, 2025 9:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গায়ক এবার পরিচালকের আসনে। অরিজিৎ সিং যে সিনেমা তৈরি করতে চলেছেন, মাসখানেক ধরেই তেমন চর্চা বিনোদুনিয়ায়। সেট পড়েছে শান্তিনিকেতনে। শশব্যস্ত গায়ক প্রায় নাওয়া-খাওয়া ভুলে দিনরাত এক করে সেটে রয়েছেন। এযাবৎকাল তাঁর কন্ঠের জাদুতে বিভোর হয়েছে আসমুদ্রহিমাচল। সেই স্বনামধন্য সঙ্গীতশিল্পী যখন পরিচালক হিসেবে হাতেখড়ি করছেন, তখন তাঁর সিনেমা নিয়ে যে দর্শক-অনুরাগীদের আলাদা কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য। বিশেষ করে অরিজিৎ সিং পরিচালিত ছবির কাস্টিং নিয়ে নানা জল্পনা সিনেদুনিয়ায়। এবার শোনা গেল, সেই সিনেমার কাস্টিংয়ে নাকি মহাচমক দিতে চলেছেন গায়ক-পরিচালক।

Advertisement

প্রথমবার পরিচালকের আসনে বসলেও কাস্টিংয়ে বলিউডের দুই নামজাদা অভিনেতাকে নির্বাচন করেছেন অরিজিৎ। আনুষ্ঠানিক ঘোষণা না করলেও কানাঘুষো, গায়কের হিন্দি ছবির নাম ‘ভয়’। আর সেই ছবিতেই নাকি একফ্রেমে ধরা দেবেন নওয়াজউদ্দিন, পঙ্কজ ত্রিপাঠী! যদিও পরিচালক এবং টিমের মুখে কুলুপ। তবে জানা গেল, নওয়াজউদ্দিন সিদ্দিকি নাকি ইতিমধ্যেই বোলপুরে এসে পৌঁছেছেন। পিযূষ মিশ্রকেও দেখা যেতে পারে ছবিতে। অতঃপর অরিজিৎ সিংয়ের ফ্রেমে বলিউডের এই দুই দক্ষ অভিনেতাকে একসঙ্গে পাওয়া গেলে যে সেটা দর্শকদের জন্য উপরি পাওনা হবে, তা বলাই বাহুল্য। এই জল্পনা সত্যি হলে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘সেক্রেড গেমস’-এর পর আবারও একসঙ্গে কাজ করবেন পঙ্কজ-নওয়াজ।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই এই সিনেমার শুটিংয়ে গায়কের দেহরক্ষীর দুর্ব্যবহারের জন্য পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন বোলপুরের স্থানীয় এসরাজ শিল্পী কমলাকান্ত লাহা। শুটিং চলাকালীন যাতায়াতে বাধা, হেনস্তার অভিযোগ ওঠে প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের দেহরক্ষীর বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক ছড়ায়। জানা যায়, শনিবার রাতে দু’পক্ষকে শান্তিনিকেতন থানায় ডেকে নিজেদের মধ্যেই আলোচনা করেন শান্তিনিকেতন থানার ওসি-সহ পুলিশ আধিকারিকেরা। বেশ কয়েকঘন্টা আলোচনার পর অরিজিৎ সিংয়ের দেহরক্ষী আকাশ সোনার ক্ষমা চান অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ