ছবি: সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় বড়সড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতার মৃত্যুতে বিস্তর জলঘোলা হয়েছিল। অভিযোগের আঙুল উঠেছিল রিয়ার দিকে। তিনি যে নির্দোষ তা আগেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সবকিছুর পরও বিদেশ যাওয়ার ছাড়পত্র মিলছিল না। এবার সেই নিষেধাজ্ঞা অনেকটাই শিথিল হল।
এনডিপিএস (নার্কোটিকস ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স) ১ জুন থেকে ১৫ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত রিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে আমেরিকা যেতে পারবেন না রিয়া (Rhea Chakrborty)। শ্রীলঙ্কা, ইউরোপ ও সার্বিয়া যাওয়ার অনুমতি পেয়েছেন অভিনেত্রী। একটি আন্তর্জাতিক প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন রিয়া। আর সেই কারণেই বিদেশে যাওয়ার জন্য সাময়িকভাবে ভিসা ও পাসপোর্ট ফেরানোর আবেদন করেন অভিনেত্রী। সেই আবেদন মঞ্জুর করেছে এনডিপিএস।
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই বছরের আগস্ট মাসে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এই মামলার তদন্তে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেপ্তার করা হয় অনেককে। যাঁদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই।
ছেলের মৃত্যুর জেরে সুশান্তের বাবা অভিনেত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। এরপর সিবিআইয়ের তরফেও রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়। যার জন্য বিদেশে যেতে পারছিলেন না অভিনেত্রী। এর জন্য বম্বে হাইকোর্টের দ্বারস্থও হন রিয়া। পরবর্তীকালে প্রয়াত অভিনেতার মৃত্যু সংক্রান্ত দু’টি মামলারই রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছিল। আর সেই রিপোর্টে দাবি করা হয় যে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত। সেখানে এমন কোনও প্রমাণ মেলেনি, যার ভিত্তিতে খুনের বিষয়টি প্রতিষ্ঠা করা যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.