Advertisement
Advertisement
Janhvi Kapoor Homebound

‘দলিতের চরিত্রে নেপোকিড জাহ্নবী’, অস্কারে যাওয়া ‘হোমবাউন্ড’ নিয়ে বিতর্কে মুখ খুললেন পরিচালক!

জাহ্নবীকে দলিত মেয়ের চরিত্রে কাস্ট করায় প্রশ্নের মুখে নীরজ ঘায়ওয়ান! কী জবাব পরিচালকের?

Neeraj Ghaywan On Casting Janhvi Kapoor As Dalit Character In Homebound
Published by: Sandipta Bhanja
  • Posted:September 22, 2025 8:49 pm
  • Updated:September 22, 2025 8:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের অস্কার দৌড়ে ভারত থেকে নির্বাচিত হয়েছে নীরজ ঘায়ওয়ানের ছবি ‘হোমবাউন্ড’। চব্বিশটি সিনেমাকে পিছনে ফেলে অ্যাকাডেমি পুরস্কারের দৌড়ে এই ছবি। আগামী ২৬ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাচ্ছে ‘হোমবাউন্ড’। তার প্রাক্কালেই এহেন ‘জয়’ যে টিমের উৎসাহের পালে বাড়তি হাওয়া দিয়েছে, তা বলাই বাহুল্য। তবে একাংশের ভ্রুকূটি সিনেমার কাস্টিং নিয়ে! বিশেষ করে জাহ্নবী কাপুরকে দলিত মেয়ের চরিত্রে কাস্ট করায় প্রশ্নের মুখে পড়েছেন নীরজ ঘায়ওয়ান। ‘বলিউডে অভিনেত্রী কি কম পড়িয়াছে, যে একজন ‘নেপোকিড’কে এহেন চরিত্রের জন্য বাছা হল?’ , প্রশ্ন তুলেছেন একাংশ। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন পরিচালক।

Advertisement

প্রসঙ্গত, ‘হোমবাউন্ড’ ছবিটি এক নিখাদ বন্ধুত্বের গল্প। যেখানে দলিত মেয়ে সুধা ভারতীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। এর সেই চরিত্রটি নিয়েই নানা মুনির নানা মত! এপ্রসঙ্গে সম্প্রতি এক অনুষ্ঠানে নীরজ জানান, “মানুষ প্রায়ই আমাকে জিজ্ঞাসা করেন, কেন জাহ্নবী কাপুরকে দলিত চরিত্রে বেছে নেওয়া হল? আসলে আমাদের দেশে তো সর্বস্তরের মানুষ রয়েছে। আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে, অভিনেতা হিসেবে দক্ষ হওয়ার পাশাপাশি চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে তুলে ধরার খিদে কার মধ্যে রয়েছে?”

‘হোমবাউন্ড’ ছবিতে জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন ঈশান খট্টর, বিশাল জেঠওয়া। সেই তিনজনের প্রশংসা করে নীরজ বলেন, “তিনজনই ভালো অভিনেতা। আমি চেয়েছিলাম ওঁরা প্রত্যেকে নিজেদের আরামদায়ক জীবনযাপন থেকে বেরিয়ে চরিত্রের মধ্যে ডুবে যাক। সেইজন্য প্রথমে ওদের অ্যানাইহিলেশন অফ কাস্ট” বইটি পড়তে দিই। তার পর গ্রামে গ্রামে ঘোরাতে নিয়ে যাই, যাতে বাস্তবটা ওরা ভালোভাবে প্রত্য়ক্ষ করতে পারে। আমি ওদের বলেছিলাম- চরিত্রগুলো তোমাদের কাছে হেঁটে আসবে না। তোমাদের পৌঁছতে হবে চরিত্রের কাছে। নিজেদের আরামের জীবনযাত্রা থেকে বেরিয়ে রূঢ় বাস্তবের মুখোমুখি হতে হবে। ওঁরা সেটা উপলব্ধি করতে পেরেছে। সেইজন্যই ‘হোমবাউন্ড’ ছবিতে ওদের কাস্ট করা হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ