সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র অভিনেত্রী নেহা মারদা। কলকাতার এক বেসরকারি হাসপাতালেই একটি ফুটফুটে কন্য়া সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। শারীরিক জটিলতার মধ্য়ে দিয়েই জন্ম নিল নেহার সন্তান। সোশ্যাল মিডিয়ায় সদ্যজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন নেহা।
২০২২ এর নভেম্বর মাসে এই অভিনেত্রী তাঁর মা হতে চলার খবর প্রকাশ্যে আনেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা জানিয়েছেন তাঁর মা হওয়া নিয়ে আগে থেকেই সতর্ক করেছিল ডাক্তার। আসলে আমার রক্তচাপ নিয়ে একটু সমস্য়া ছিল। তবে ভগবানের কৃপায় সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে।
View this post on Instagram
নেহা আরও জানান, এই সপ্তাহেই তাঁরা বাড়ি ফিরে যেতে পারবেন। তিনি বলেন, ‘আমায় হয়তো এই সপ্তাহের শেষেই ছুটি দিয়ে দেওয়া হবে। মেয়েকে পনেরদিন রেখে তারপর ছাড়বে। প্রিম্যাচিওর বেবি হওয়ায় পনেরো দিন মতো এনআইসিইউতে রাখা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.