Advertisement
Advertisement
নুসরত জাহান

সাধের চিকেনে চুল! নেটদুনিয়ায় কটাক্ষের শিকার ‘রাঁধুনি’ নুসরত জাহান

তবে রুক্মিণী মৈত্র কিন্তু নুসরতের রেসিপি দেখে নিজেই নিজেকে নিমন্ত্রণ দিয়ে ফেলেছেন!

Netizens trolled Nusrat Jahan after seeing a strand of hair in her chicken
Published by: Sandipta Bhanja
  • Posted:March 31, 2020 3:00 pm
  • Updated:March 31, 2020 3:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিহারি’ স্টাইল চিকেন রেঁধে ইনস্টাগ্রামে ছবি দিয়ে শেয়ার করেছিলেন। সেখানেই একটি চিকেনের একটি লেগ পিসে চুল। নেটিজেনদের নজরে পড়তেই আর রক্ষে নেই! ট্রোলের শিকার সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান।

Advertisement

লকডাউনের জেরে শুটিং বন্ধ। কাজেই একপ্রকার গৃহবন্দি। তবে এর মাঝেও কিন্তু সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছেন। কখনও কালীঘাটে মাস্ক বিলি করছেন তো আবার কখনও তাঁকে দেখা যাচ্ছে চেতলা বাজার পরিদর্শনে। যথাযথ দূরত্ব বজায় রেখে ক্রেতারা বাজার-ঘাট করছেন কিনা, সেদিকেও কড়া নজর তাঁর। শনিবারই নিজের তহবিল থেকে ৩০ লক্ষ টাকা-সহ নিজের এক মাসের বেতন দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। আবার সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তারকা সাংসদ নুসরত জাহান। তবে এসবের মাঝেই যখন অবকাশ পেয়েছেন জমিয়ে রান্নাবান্নাও করছেন। মাঝেমধ্যেই হেঁশেলে খুন্তি নাড়তে দেখা যাচ্ছে নুসরতকে। কখনও বিরিয়ানি তো কখনও ডেজার্ট, আবার কখনও বা বাহারি পদ। স্বামী নিখিল জৈনের সব প্রিয় পদ রেঁধে খাওয়াচ্ছেন তাঁকে। সদ্য নিজের প্রিয় বিহারি স্টাইল চিকেন রান্না করে অনুরাগীদের জন্য রেসিপির ছবি দিয়ে তৈরির পদ্ধতি শেয়ার করেছিলেন। সেখানেই একটি ছবিতে দেখা গিয়েছে চিকেনের লেগপিসে চুল পড়ে থাকতে। নেটিজেনদের নজরে আসতেই আর রক্ষে নেই। ট্রোলড হলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: মানবিক মিমি, নিজে কোয়ারেন্টাইনে থেকেও পথ কুকুরদের জন্য খাবারের ব্যবস্থা সাংসদের]

তবে সোশ্যাল মিডিয়ায় যতই ট্রোলড হোন না কেন, নুসরতের ‘বোনু’ মিমি চক্রবর্তী আর ওদিকে অভিনেত্রী রুক্মিনী মৈত্র যে নুসরতের ‘বিহারি’ স্টাইল চিকেন দেখে বেশ মজেছেন কমেন্ট সেকশনেই তার ইঙ্গিত মিলল। রুক্মিনী তো বলেই ফেললেন, “মনে হচ্ছে এক্ষুণি চলে যাই তোমার বাড়ি।” পালটা জবাবে নুসরতও আমন্ত্রণ জানিয়ে দেবের ‘বান্ধবী’কে বললেন, “কোয়ারেন্টাইন পরিস্থিতি মিটলে আমি অবশ্যই নিজে হাতে তোমার জন্য রাঁধব।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@nusratchirps) on

[আরও পড়ুন:করোনা আতঙ্কের মাঝেই স্ত্রী টুইঙ্কলকে নিয়ে হাসপাতালে কেন ছুটলেন অক্ষয়? জানুন সত্যিটা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ