সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি বাংলার নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’র প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর এবার জানানো হল সম্প্রচারের দিনক্ষণ। বেশ কিছুদিন আগেই এই ধারাবাহিকের প্রচার ঝলক সামনে আসার পর থেকেই দর্শকের মনে এই প্রশ্ন দানা বেঁধেছিল যে, কবে থেকে টেলিভিশনের পর্দায় শুরু হবে এই নতুন সিরিয়ালের পথ চলা? এবার প্রকাশ্যে এল সম্প্রচারের সময়।
সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজে চ্যানেলের তরফে আরও একটি ভিডিও পোস্ট করে জানানো হয় আগামী ২৫ আগস্ট থেকে ছোট পর্দায় জার্নি শুরু করবে সাইনা ও নন্দিনীর নতুন সিরিয়াল। সোম থেকে শুক্র জি বাংলার পর্দায় রাত ৯.৩০টায় সম্প্রচারিত হবে। উল্লেখ্য সোমবার ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের শেষ শুটিং হয়ে যাওয়ার পর অনেকেরই মনে হয়েছিল যে ওই স্লটেই দেখা যাবে এই নতুন ধারাবাহিক। তবে না, ‘মিত্তির বাড়ি’র স্লটে নয় বরং অন্য স্লটে শুরু হবে ‘কনে দেখা আলো’।
এই ধারাবাহিকে দেখা যাবে দুই জুটিকে। অভিনয় করবেন সাইনা চট্টোপাধ্যায়, নন্দিনী দত্ত, মৈনাক ঢোল ও সোমরাজ মাইতি। বিয়ে সেরে নবদম্পতি ফেরার পথে হয়ে যায় বউ অদলবদল। আর তা দেখে অনেকেই রবি ঠাকুরের ‘নৌকাডুবি’ বা সাম্প্রতিককালের ‘লাপতা লেডিস’-র সঙ্গে তুলনা টেনেছেন। এখন বাকি গল্প কীভাবে এগোয় তা দেখার জন্য চোখ রাখতে হবে ধারাবাহিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.