Advertisement
Advertisement
Parineeti Chopra and Raghav Chadha

শাড়ি নয়, জিনস-টপে নববধূ পরিণীতি, ক্যাজুয়াল শার্টে রাঘব, উদয়পুর ছেড়ে কোথায় চললেন?

রবিবারের গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনেই ‘রাঘনীতি’র রাজকীয় বিয়ে সম্পন্ন হয়।

Newly wed Parineeti Chopra and Raghav Chadha leaves Udaipur | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 25, 2023 4:08 pm
  • Updated:September 27, 2023 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাড়ি নয়, জিনস-টপেই প্রথমবার পাপারাজ্জির সামনে এলেন নববধূ পরিণীতি (Parineeti Chopra)। আপ নেতা রাঘবের পরনে ছিল সাদা ক্যাজুয়াল শার্ট। হাসিমুখেই সকলের অভিবাদন গ্রহণ করলেন নবদম্পতি। ছাড়লেন উদয়পুর।

Raghav-Parineeti-1

রবিবারের গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে ‘রাঘনীতি’র রাজকীয় বিয়ে সম্পন্ন হয়। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বর-রনের ছবি দেখার অপেক্ষায় সোশাল মিডিয়া থেকে চোখ সরছিল না ভক্তদের। কিন্তু রবিবার রাঘব ও পরিণীতি কোনও ছবি শেয়ার করেননি। ভক্তদের আশ মেটে সোমবার। “প্রথম ব্রেকফাস্ট টেবিলের গল্প থেকেই, আমাদের মন বুঝে গিয়েছিল। অনেকদিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলাম। অবশেষে শ্রীমান, শ্রীমতী! একে-অপরকে ছাড়া বাঁচব না। শুরু হল পথচলা”, ক্যাপশনে একথা লিখেই ছবি শেয়ার করেন নবদম্পতি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: রাঘব না পরিণীতি, সদ্য বিবাহিত দম্পতির মধ্যে কার সম্পত্তি বেশি?]

বিয়ের পরদিন বেলা গড়াতেই উদয়পুরের লীলা প্যালেস ছাড়েন রাঘব-পরিণীতি। শাড়ির বদলে গোলাপি রঙের টপ আর জিনস পরেছিলেন পরিণীতি। গোলাপি চূড়ার সঙ্গে ম্যাচ করেই অভিনেত্রীর এই সাজ। আর তার উপরে ছিল গোলাপি পঞ্চু। রাঘব প্যান্ট আর ক্যাজুয়াল শার্টই পরেছিলেন। শোনা যাচ্ছে, উদয়পুর থেকে আপাতত দিল্লি ফিরছেন নবদম্পতি। কারণ এরপরই রিসেপশনের প্রস্তুতি শুরু করে দিতে হবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

সূত্রের খবর মানলে, দু’টি রিসেপশনের পরিকল্পনা রয়েছে রাঘব ও পরিণীতির পরিবারের। প্রথমটি হবে চণ্ডীগড়ে। আগামী ৩০ সেপ্টেম্বর সেখানে পাঞ্জাবের নানা গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। এরপর পরের রিসেপশন দিল্লিতে করা হবে বলেই খবর।

[আরও পড়ুন: ৩০০ কোটিতে ‘কাশ্মীর ফাইলস ২’ বানাবেন বিবেক অগ্নিহোত্রী! কবে মুক্তি পাবে এই ছবি?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement