Advertisement
Advertisement

Breaking News

Nilanjana Sharma

‘DNA মিললেই মা-বাবা হয় না’, যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্সের ইঙ্গিত ‘সিঙ্গল মাদার’ নীলাঞ্জনার?

এই পোস্টে বহু সিঙ্গল মায়েরা নীলাঞ্জনার উদ্দেশে ভালোবাসা, সমবেদনা জানিয়েছেন।

Nilanjana Sharma's post on single mother's struggle
Published by: Sandipta Bhanja
  • Posted:May 19, 2025 6:06 pm
  • Updated:May 19, 2025 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু দশকের দাম্পত্যে ভাঙন। মাতৃবিয়োগ। যাবতীয় ঝড়-ঝাপটার পর নীলাঞ্জনা (Nilanjana Sharma) এখন ব্যক্তিগতজীবনে অনেকটাই থিতু। দুই মেয়ে সারা-জারাকে আঁকড়ে জীবনে নতুন ইনিংস শুরু করেছেন। নিজের মতো করে নতুন ধারাবাহিকের প্রি প্রোডাকশনের কাজ সামলাচ্ছেন। গোড়ার দিকে মানসিকভাবে ভেঙে পড়লেও পরিস্থিতির সঙ্গে যুঝে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের শেষ দিনে সেটে ‘বস লেডি’ হিসেবে ধরা দিয়েছিলেন। এবার সমস্ত ‘সিঙ্গল মাদার’দের স্যালুট জানিয়ে ‘বাস্তবের সুপারহিরো’ বলে আখ্যা দিলেন নীলাঞ্জনা শর্মা। 

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে খবর, যিশুর সঙ্গে সম্পর্কে ভাঙন ধরার পর থেকে নীলাঞ্জনা দুই মেয়ে সারা-জারার প্রতি একা হাতে সমস্ত দায়িত্ব পালন করছেন। একা মায়ের জীবনযুদ্ধের জন্য সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই নীলাঞ্জনার বন্ধুরা তাঁকে কুর্নিশ জানিয়েছেন। বিভিন্ন সময়ে সেসব প্রশংসামূলক পোস্ট তিনি সোশাল মিডিয়ার স্টোরিতেও ভাগ করে নিয়েছেন। এবার প্রযোজক তথা একসময়কার অভিনেত্রী সিঙ্গল মায়েদের মাতৃত্ব কাহনকে কুর্নিশ জানিয়ে কলম ধরেছিলেন। তিনি লেখেন, ‘আপনারা কি শুনছেন? সুপারহিরোদের অস্তিত্ব বাস্তবেও রয়েছে। তাঁদের সিঙ্গল মাদার বলা হয়।’ পোস্টের ক্যাপশনে লেখা- ‘সমস্ত সিঙ্গল মাদারদের জন্য বলছি- আপনারাই বাস্তবের হিরো। আপনাদের জন্য আরও শক্তি’। নীলাঞ্জনার পোস্টে সায় দিয়ে ভালোবাসা জানিয়েছেন জনপ্রিয় গায়িকা রাগেশ্বরী, রূপাঞ্জনা মিত্র-সহ আরও অনেকে। আর সেই প্রেক্ষিতেই নেটপাড়ার একাংশ প্রশ্ন তুলেছে, নিজেকে ‘সিঙ্গল মাদার’ বলে দাবি করে নীলাঞ্জনা কি পাকাপাকি ডিভোর্সের ইঙ্গিত দিলেন? উল্লেখ্য, এই পোস্টে বহু সিঙ্গল মায়েরা নীলাঞ্জনার উদ্দেশে ভালোবাসা, সমবেদনা জানিয়েছেন। এদিকে ইনস্টা স্টোরিতে ভাগ করে নেওয়া নীলাঞ্জনার পোস্টের মর্মার্থ, ‘ডিএনএ মিললেই মা-বাবা হওয়া যায় না। আপনার উপস্থিতি, প্রচেষ্টাও প্রয়োজন।’

গতবছর থেকেই যিশু-নীলাঞ্জনার দাম্পত্য ভাঙার গুঞ্জনে সরগরম টলিপাড়া। ‘আদর্শ দম্পতি’র উদাহরণ তৈরি করেও একছাদের তলায় আর থাকেন না তাঁরা। এমন খবরে মন ভেঙেছিল অনুরাগীদেরও। ডিভোর্সের গুঞ্জনের মাস খানেকের ব্যবধানে বড় মেয়ে সারা সেনগুপ্তও যিশুর থেকে দূরত্ব বাড়িয়েছেন। টলিউডের একসময়কার ‘হাসিখুশি’ দম্পতি বর্তমানে যে যার নিজের মতো করে জীবনে এগিয়ে চলেছেন। কথাতেই বলে, সময় সব ক্ষততে মলমের প্রলেপ দিয়ে দেয়। সম্ভবত যিশু-নীলাঞ্জনার ক্ষেত্রেও তাই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement