Advertisement
Advertisement
Sameer Khakhar Death

প্রয়াত ‘নুক্কড়’ ও ‘সার্কাস’ সিরিয়াল খ্যাত বর্ষীয়ান অভিনেতা সমীর কক্কর

মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Nukkad famed actor Sameer Khakhar passes away at 71 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 15, 2023 11:42 am
  • Updated:March 15, 2023 12:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সমীর কক্কর (Sameer Khakhar)। বুধবার ভোরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘নুক্কড়’ ধারাবাহিকে খোপড়ির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘সার্কাস’ সিরিয়ালে হয়েছিলেন চিন্তামণি। আজও দর্শকদের মনে এই দুই চরিত্রের স্মৃতি অমলিন।

Sameer-Khakhar-1

আটের দশকে হিন্দি সিনেমার জগতে কেরিয়ার শুরু করেছিলেন সমীর কক্কর। প্রায় তিন দশকের বলিউড কেরিয়ার তাঁর। ‘পুষ্পক’, ‘গুরু’, ‘ধরতিপুত্র’, ‘রাজাবাবু’, ‘জয় হো’র মতো একাধিক সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ‘নুক্কড়’, ‘সার্কাস’-এর পাশাপাশি ‘শ্রীমান শ্রীমতী’, ‘আদালত’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

[আরও পড়ুন: নায়িকা অপুকে কোলে তুলতে গিয়ে মঞ্চেই উলটে পড়লেন অভিনেতা নীরব, ভাইরাল ভিডিও]

সিনেমা-সিরিয়ালের পাশাপাশি একাধিক গুজরাটি নাটকে অভিনয় করেছেন সমীর কক্কড়। অভিনেতার ভাই গণেশ কক্কড় জানান, বহুদিন ধরেই শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। ঘুমের মধ্যেই জ্ঞান হারান। প্রথমে বাড়িতে ডাক্তার ডাকা হয়। তাঁর পরামর্শেই মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে অভিনেতাকে ভরতি করা হয়।

Sameer Khakhar 2

জানা গিয়েছে, মাল্টি অরগ্যান ফেলিওরের কারণেই মৃত্যু হয়েছে ৭১ বছরের অভিনেতার। হার্টের পাশাপাশি তাঁর মূত্রনালির সমস্যাও ছিল। এদিন ভোর চারটে নাগাদ প্রয়াত হন সমীর কক্কড়। বোরিভালির বাবুভাই নাকা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

[আরও পড়ুন:শুধু দাক্ষিণাত্য নয়, ‘RRR’-এর সাফল্য গোটা ভারতের জয়, রাজ্যসভায় মন্তব্য জয়া বচ্চনের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement