সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্দরে নানা সমস্যা নিয়ে বারবার সরব হয়েছেন অভিনেত্রীরা। বিশেষ করে যাঁরা বহিরাগত তাঁদের ক্ষেত্রে নানা বিষয় নিয়ে বারবার মুখ খুলতে দেখা গিয়েছে। এর আগে মহিলা তারকাদের তুলনায় পুরুষ তারকাদের পারিশ্রমিক বেশি এই বিষয় নিয়ে সরব হয়েছেন বহু অভিনেত্রী। ভালো কাজ করার পরেও একই পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ আগে মেলেছে। এবার বলিউডে পুরুষ তারকাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া নিয়ে বিস্ফোরক নুসরত ভারুচা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরত এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, “যত তাড়াতাড়ি একজন পুরুষ তারকা একটা হিট ছবি উপহার দেবে তাঁর তত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রির ভিতরে নানা সুবিধা পাওয়ার সুযোগ শুরু হবে। তা তিনি কোনও ফিল্মি পরিবার থেকেই আসুক বা না আসুক। পুরুষ তারকাদের বলিউডে অন্যরকম সুবিধা দেওয়া হয়। যা মহিলা তারকাদের ক্ষেত্রে মেলে না। মহিলাদের ক্ষেত্রে ক্রমাগত স্ট্রাগল করেই যেতে হয়। তা থেকে রেহাই মেলে না। আমি বলছি না রাতারাতি তোমাকে বিখ্যাত হয় যেতে হবে কিন্তু তুমি একটা হিট ছবি দেওয়ার পর খুব স্বাভাবিকভাবেই আরও ভালো কাজ পাওয়ার অপেক্ষা করবেন। এইটুকুই প্রয়োজন।”
নুসরত আরও বলেন, “বলিউডে পুরুষ তারকারা অনেক ভালো ভ্যানিটি ভ্যান পান। অনেক ভালো শৌচালয় তাঁরা ব্যবহার করার সুযোগ পান। এমনও অনেক সময় হয়েছে আমি নিজে থেকে জিজ্ঞেস করেছি যে, আমি কি ওই ভ্যানিটি ভ্যান বা শৌচালয় ব্যবহার করতে পারি? তবে হ্যাঁ, অপ্রাপ্তি আছে ঠিকই কিন্তু আমি সেক্ষেত্রে নিজেকে এটাই নিজেকে সবসময় বোঝাই যে আমি নিজেকে ওই পর্যায়ে নিয়ে যাব যাতে আমি সব সুযোগ সুবিধাগুলি অর্জন করতে পারি নিজ যোগ্যতায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.