Advertisement
Advertisement
Nusrat Jahan

ছেলেকে ছাড়াই ঘুরতে যাচ্ছেন? নুসরত-যশের সেলফি দেখে নেটিজেনদের প্রশ্নবাণ!

কোথায় গেলেন যশরত?

Nusrat Jahan and Yash Dasgupta Instagram Post Goes Viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 12, 2022 4:03 pm
  • Updated:March 12, 2022 4:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঘুরতে বেরিয়ে পড়লেন টলিউডের সবচেয়ে চর্চিত রিয়েল লাইফ জুটি নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। শনিবার কলকাতা বিমানবন্দর থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন যশরত। চোখে সানগ্লাস, জলপাই রঙের জাম্প শুটে নুসরতের এই ছবি রীতিমতো হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি দেখে নেটিজেনরা বললেন, সেরা সুন্দরী!

Advertisement

নুসরতের মতোই ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন, যশ দাশগুপ্তও। যশকে দেখা গেল কালো রঙের জ্যাকেটে। একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দিলেন নুসরত ও যশ। নুসরত-যশের হ্যাশট্যাগ দেখে বোঝাই যাচ্ছে গরমের ছুটি কাটাতেই শহর ছেড়েছেন এই দম্পতি। তবে ঠিক কোথায় যাচ্ছেন তা কিন্তু স্পষ্ট করেননি তাঁরা।

[আরও পড়ুন: আচমকা আইনি বিপাকে ‘ইন্ডিয়ান আইডল ১২’ খ্যাত পবনদীপ-অরুণিতা জুটি! কিন্তু কেন?]

তবে নেটিজেনরা যশ ও নুসরতের এই ছবি দেখে খোঁজ শুরু করে দিলেন ছেলে ঈশানের। নেটিজেনদের প্রশ্ন, ছোট্ট ছেলেকে ছেড়ে দিয়েই কি বার বার ঘুরতে যাচ্ছেন দম্পতি!

মা হওয়ার পর নুসরত সদ্য নিজের কাজে ফিরেছেন। হাতে তাঁর বেশ কয়েকটি ছবি।
সম্প্রতি যশের সঙ্গে জুটি বেঁধে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি ছবির শুটিং শেষ করেছেন সদ্য। সেই শুটিং শেষ করেই কিছুদিনের ছুটি নিলেন যশ ও নুসরত। কেরিয়ার, যশ, সন্তান ও ঈশানকে নিয়ে দিব্যি রয়েছেন নুসরত। আগেও যেমন তাঁকে কেন্দ্র করে ওঠা গুঞ্জনকে পাত্তা দিতেন না নুসরত, এখনও তিনি সেরকমই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

২০২১ সালের আগস্ট মাসে জন্ম হয় নুসরতপুত্র ঈশানের। বার্থ সার্টিফিকেটের মারফত প্রকাশ্যে আসে ঈশানের পিতার নাম যশ দাশগুপ্ত। তবে তাঁকে নিয়ে ওঠা সমস্ত গুঞ্জনকে ভুলে নিজের পরিবার ও কেরিয়ারের দিকেই এখন নজর দিতে চান অভিনেত্রী সাংসদ নুসরত জাহান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: অভিনেত্রীকে নগ্ন করে ভিডিও করল ২ দুষ্কৃতী! লুঠ সোনার গয়না ও নগদ ]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ