Advertisement
Advertisement
Nusrat Jahan

নবী দিবসে পার্কস্ট্রিটের অনাথ আশ্রমে নুসরত, বাচ্চাদের বিরিয়ানি বেড়ে খাওয়ালেন সাংসদ

অভিনব উদ্যোগ নিয়েও কটাক্ষের মুখে পড়তে হল নুসরতকে।

Nusrat Jahan serves biryani for orphans on Milad-Un-Nabi | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 28, 2023 2:45 pm
  • Updated:September 28, 2023 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসব মানেই তো আপনজন, আড্ডা, খাওয়া-দাওয়া, বেজায় আনন্দ। দেদার পার্টি। তার সঙ্গে নতুন জামা-কাপড়, জুতো তো আছেই! কিন্তু ওরা? যাদের মা-বাবা নেই। অনাথ আশ্রমই ভরসা। কেউ ভাবে না ওদের কথা! কিন্তু ভেবেছেন। ভেবেছেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)।

Advertisement

আর তাই নবী দিবস উপলক্ষে বিশেষ দিনে পার্ক স্ট্রিটের এক মুসলিম অনাথ আশ্রমে চলে গেলেন নুসরত জাহান। এ কে ফজলুল হক গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানকার পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নিলেন উৎসবের অনাবিল আনন্দ। এদিন সেখানকার ছাত্রীদের সঙ্গে মন খুলে আড্ডা দেওয়ার পাশাপাশি কচিকাচাদের নিজে হাতে বিরিয়ানি বেড়ে খাওয়ান। আর সেই ভিডিও নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করে খুশির বার্তা দিলেন সাংসদ-অভিনেত্রী।

নুসরত লিখলেন, “যখনই হোক, যেমনই হোক না কেন আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা নিঃস্বার্থ। ভালোবাসার ভাষায় কথা বলাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। সকলকে ইদ-উল-উন নবী মুবারক যাঁরা পালন করছেন।” সেই ভিডিওতেই নুসরতকে দেখা গেল হালকা গোলাপি রঙের সালোয়ার পরনে। তাঁর ক্যামেরায় ধরা পড়ল পড়ুয়াদের হাসিমুখ। আবার কখনও বা খুদেকে কোলে নিয়ে আদর করতেও দেখা গেল সাংসদ-অভিনেত্রীকে। তবে এমন অভিনব উদ্যোগ নিয়েও কটাক্ষের মুখে পড়তে হল নুসরতকে। নিন্দুকদের দাবি, “সামনেই ভোট আসছে, সেইজন্যই এখন এসব করছেন…।”

[আরও পড়ুন: ‘ফ্যাশন ফিভার’! ‘বিগ বস’-এর ঘরে থাকার জন্য ২০০ সেট জামা কিনে ফেললেন অঙ্কিতা-ভিকি]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, ফ্ল্যাট দুর্নীতি মামলার পর থেকেই বিতর্কের শিরোনামে নুসরত জাহান (Nusrat Jahan)। দিন কয়েক আগেই আলিপুর দায়রা আদালতে অভিনেত্রী স্বস্তি পেলেও তার পরদিনই টানা ৬ ঘণ্টা ইডির ম্যারাথন জেরার মুখোমুখি হতে হয়েছিল তারকা সাংসদকে। আর সেসব নিয়ে যখনচর্চার শিরোনামে নুসরত, তখন একের পর এক পোস্টের মাধ্যমে নিজের ঝাঁজ বুঝিয়ে দিচ্ছেন তিনি। ঝড়-ঝাপটাই আসুক না কেন, তিনি যে ঠিক মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারবেন, সেই বার্তাই তাঁর ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে নিত্যদিন।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর টিজারে রোমহর্ষক রণবীর, দেখলে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য!]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement